| শিরোনাম |
❒ টেনেসিতে সামরিক কারখানায় বিস্ফোরণ : বহু নিখোঁজ ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যাতে কেঁপে ওঠে বিশাল এলাকা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় কারখানার বড় অংশ ধ্বংস হয়ে গেছে এবং বহু কর্মী এখনো নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে স্থানীয় সময় পৌনে আটটার দিকে এই বিস্ফোরণ ঘটে টেনেসির ম্যাকইউইন এলাকায় অবস্থিত ‘অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেমস’ কারখানায়। বিস্ফোরণের শক্তিতে আশপাশের কয়েক মাইল এলাকা কেঁপে ওঠে এবং প্রায় ১,৩০০ একরজুড়ে থাকা পুরো শিল্পপ্রতিষ্ঠানটি ধ্বংসস্তূপে পরিণত হয়।
কারখানাটি টেনেসির ন্যাশভিল শহর থেকে প্রায় এক ঘণ্টা দক্ষিণ-পশ্চিমে, হিকম্যান ও হামফ্রেস কাউন্টির সীমানায় অবস্থিত। স্থানীয় মেয়র জিম বেটস জানিয়েছেন, প্রতিষ্ঠানে প্রায় ৮০ জন কর্মী কাজ করেন, তবে বিস্ফোরণের সময় কতজন উপস্থিত ছিলেন তা নিশ্চিত করা যায়নি। অন্তত একটি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে, এবং বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
বিস্ফোরণস্থল থেকে প্রায় ২১ মাইল দূরে থাকা স্থানীয় বাসিন্দা কোডি ওয়ারেন জানান, প্রচণ্ড শব্দে আমার ঘুম ভেঙে যায়। মনে হয়েছিল আমার ঘরেই বজ্রপাত হয়েছে।
স্থানীয় শেরিফ ডেভিস ঘটনাস্থল পরিদর্শনের পর বলেন, “আমার জীবনে দেখা সবচেয়ে ভয়াবহ দৃশ্য এটি।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, গত মাসেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ (পেন্টাগন) ‘টিএনটি’ সরবরাহের জন্য এই প্রতিষ্ঠানটির সঙ্গে প্রায় ১২০ মিলিয়ন ডলারের একটি চুক্তি করে।
বিস্ফোরণটি দুর্ঘটনাজনিত নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফেডারেল তদন্ত সংস্থাগুলো।