gramerkagoj
বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম মণিরামপুরে ইটভাটার মেশিনে আটকা পড়ে শ্রমিকের মৃত্যু আশাশুনিতে সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় পাইলট প্রকল্পের সমাপনী অনুষ্ঠান মোংলায় খালেদা জিয়ার নামে স্কুল, কলেজ ও বৃদ্ধাশ্রম নির্মাণে বিএনপি নেতার উদ্যোগ সভাপতি পদে দুই ও সম্পাদক পদে চারজনসহ ২৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা, আওয়ামীপন্থীরা মাঠে নেই আগামীকাল উদ্বোধনী ম্যাচে লড়বে উপশহর ও ফতেপুর জোড়া গোলের জয়ে সেমিতে চৌগাছা পেঁয়াজ আমদানির অনুমোদন পেতে দুই হাজারের বেশি আবেদন সরকারকে জিম্মি করে দাবি আদায়কারীরা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

❒ ঝালকাঠির প্রত্যন্ত গ্রামে নারী উদ্যোক্তার দৃষ্টান্ত

মাফুজা রুনা ১৮টি গাভী নিয়ে মাসে আয় দুই লাখ টাকা

❒ পরিদর্শনে আসেন ড. জিয়াউদ্দিন হায়দার

প্রকাশ : শুক্রবার, ১০ অক্টোবর , ২০২৫, ০৫:৩৫:০০ পিএম
ঝালকাঠি প্রতিনিধি:
GK_2025-10-10_68e8ebbb9cc42.jpg

❒ সংসারের টানাপোড়েন পেছনে ফেলে নিজের উদ্যোগে সফল দুগ্ধ খামার গড়ে তুলেছেন রাজাপুরের মাফুজা রুনা। ছবি: প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলার প্রত্যন্ত গ্রামের নারী উদ্যোক্তা সৈয়দ মাফুজা রুনা আজ সাফল্যের উজ্জ্বল উদাহরণ। ১৮টি অস্ট্রেলিয়ান জাতের গাভী নিয়ে তিনি গড়ে তুলেছেন একটি আধুনিক দুগ্ধ খামার, যেখানে প্রতিদিন উৎপাদন হচ্ছে প্রায় ১৩০ লিটার দুধ। এই দুধ বিক্রি করে মাসে দুই লাখ টাকারও বেশি আয় করছেন তিনি।

কিছুদিন আগেও সংসারের টানাপোড়েনে দিন কাটাচ্ছিলেন মাফুজা রুনা। কিন্তু দৃঢ় ইচ্ছাশক্তি, পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে আজ তিনি হয়ে উঠেছেন সফল নারী উদ্যোক্তা। বর্তমানে তার খামারে তিনজন স্থায়ী কর্মী কাজ করছেন, যা স্থানীয় কর্মসংস্থানের সুযোগও তৈরি করেছে।

সংসারের টানাপোড়েন পেছনে ফেলে নিজের উদ্যোগে সফল দুগ্ধ খামার গড়ে তুলেছেন রাজাপুরের মাফুজা রুনা। প্রতিনিধি

সম্প্রতি তার অনুপ্রেরণামূলক উদ্যোক্তা জীবনের গল্প একটি টিভি চ্যানেলে প্রচারিত হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। সেই প্রতিবেদন দেখে শুক্রবার (১০ অক্টোবর) সকালে তার খামার পরিদর্শনে আসেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকতসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিজের পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাস দিয়েই প্রমাণ করেছেন সৈয়দ মাফুজা রুনা—চাইলেই গ্রামীণ নারীরাও হতে পারেন সফল উদ্যোক্তা। আজ রাজাপুরের মানুষদের কাছে তিনি শুধু একজন নারী নয়, বরং অনুপ্রেরণার এক প্রতীক।

আরও খবর

🔝