| শিরোনাম |
❒ ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত করল আলজেরিয়া। ছবি: এক্স
আফ্রিকার ফুটবল সুপারস্টার রিয়াদ মাহরেজের অসাধারণ পারফরম্যান্সে আলজেরিয়া ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। সোমালিয়ার বিরুদ্ধে ৩-০ গোলের জয় তাদের আফ্রিকার চতুর্থ দল হিসেবে মূলপর্বে নিয়ে গেছে।
সাবেক ম্যানচেস্টার সিটি ও লেস্টার সিটি তারকা মাহরেজ ম্যাচে দারুণ ছন্দ দেখান। ম্যাচের শুরুতেই তার নিখুঁত ক্রস থেকে মোহাম্মদ আমুরা আলজেরিয়াকে এগিয়ে নেন। ১৯তম মিনিটে মাহরেজ নিজেই হাফ-ভলিতে অসাধারণ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
দ্বিতীয়ার্ধে আবারও মাহরেজের ম্যাজিক। প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে সরাসরি পাসে আমুরাকে তৃতীয় গোল করান। এর পর দুজনকেই বিশ্রাম দেওয়া হয়।
ইউসেফ বেলাইলির শট পোস্টে লেগে ফিরলেও সোমালিয়া বড় জয় আটকাতে পারেনি। ওরানের দর্শকশূন্য স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার পর সমর্থকেরা উল্লাসে ফেটে পড়ে।
এই জয়ের ফলে আলজেরিয়া গ্রুপ ‘জি’-এর শীর্ষস্থান নিশ্চিত করে এক ম্যাচ হাতে রেখেই। ২০১৪ সালের পর আবারো বিশ্বকাপের মঞ্চে ফিরছে তারা।
যদিও ম্যাচটি সোমালিয়ার হোম ম্যাচ হিসেবে নির্ধারিত ছিল, নিরাপদ আন্তর্জাতিক স্টেডিয়ামের অভাবে খেলা অনুষ্ঠিত হয় আলজেরিয়ার উপকূলীয় শহর ওরানে।
এদিকে কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান প্রথমবার আলজেরিয়ার দলে ডাক পেলেও বেঞ্চেই থাকেন। ২৭ বছর বয়সী এই গোলরক্ষক সম্প্রতি ফ্রান্সের বদলে আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।