gramerkagoj
বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম মণিরামপুরে ইটভাটার মেশিনে আটকা পড়ে শ্রমিকের মৃত্যু আশাশুনিতে সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় পাইলট প্রকল্পের সমাপনী অনুষ্ঠান মোংলায় খালেদা জিয়ার নামে স্কুল, কলেজ ও বৃদ্ধাশ্রম নির্মাণে বিএনপি নেতার উদ্যোগ সভাপতি পদে দুই ও সম্পাদক পদে চারজনসহ ২৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা, আওয়ামীপন্থীরা মাঠে নেই আগামীকাল উদ্বোধনী ম্যাচে লড়বে উপশহর ও ফতেপুর জোড়া গোলের জয়ে সেমিতে চৌগাছা পেঁয়াজ আমদানির অনুমোদন পেতে দুই হাজারের বেশি আবেদন সরকারকে জিম্মি করে দাবি আদায়কারীরা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা
প্রকাশ : শুক্রবার, ১০ অক্টোবর , ২০২৫, ০৩:৩১:০০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
GK_2025-10-10_68e8d1635accb.jpg

❒ ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার জিতেছেন ছবি: রয়টার্স

২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।
শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়ের রাজধানী অসলোতে অবস্থিত নোবেল ইনস্টিটিউট থেকে এ বছরের শান্তিতে নোবেল বিজয়ীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

এদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছর নোবেল পাওয়ার জন্য বেশ আগ্রহ দেখিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত তিনি পুরস্কার পাননি।

নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, মোট ৩৩৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম এ বছর শান্তিতে নোবেলের জন্য মনোনীত করা হয়েছিল। এর মধ্যে ২৪৪ জন ব্যক্তি এবং ৯৪টি প্রতিষ্ঠান ছিল।
মনোনয়নের শেষ সময় ছিল চলতি বছরের ৩১ জানুয়ারি।

২০২৪ সালে শান্তিতে নোবেল পেয়েছিল জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন ‘নিহন হিদানকায়ো’।
নরওয়েজিয়ান নোবেল কমিটি জানিয়েছিল, পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলার প্রচেষ্টা এবং পরমাণু হামলার ভয়াবহতা প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যে তুলে ধরার জন্য সংগঠনটিকে পুরস্কৃত করা হয়েছে।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ১৯০১ সাল থেকে প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করে আসছে। সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেল তার মৃত্যুর পর রেখে যাওয়া অর্থে এই পুরস্কার প্রবর্তন করেন। ১৯৬৯ সালে অর্থনীতি বিভাগ যুক্ত হয় নোবেল পুরস্কারের তালিকায়।

১৯০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১১১ জন ব্যক্তি ও ৩১টি প্রতিষ্ঠান শান্তিতে নোবেল পেয়েছে। এর মধ্যে ৯২ জন পুরুষ এবং ১৯ জন নারী রয়েছেন।

সবচেয়ে কম বয়সে নোবেল বিজয়ী হলেন পাকিস্তানের মালালা ইউসুফজাই—তিনি মাত্র ১৭ বছর বয়সে ২০১৪ সালে শান্তিতে নোবেল লাভ করেন।
অন্যদিকে, সবচেয়ে বেশি বয়সে নোবেল জয়ী হলেন ব্রিটিশ-পোলিশ পদার্থবিজ্ঞানী জোসেফ রটব্ল্যাট, যিনি ১৯৯৫ সালে ৮৬ বছর বয়সে পারমাণবিক অস্ত্রবিরোধী কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পান।

আরও খবর

🔝