gramerkagoj
বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম মণিরামপুরে ইটভাটার মেশিনে আটকা পড়ে শ্রমিকের মৃত্যু আশাশুনিতে সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় পাইলট প্রকল্পের সমাপনী অনুষ্ঠান মোংলায় খালেদা জিয়ার নামে স্কুল, কলেজ ও বৃদ্ধাশ্রম নির্মাণে বিএনপি নেতার উদ্যোগ সভাপতি পদে দুই ও সম্পাদক পদে চারজনসহ ২৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা, আওয়ামীপন্থীরা মাঠে নেই আগামীকাল উদ্বোধনী ম্যাচে লড়বে উপশহর ও ফতেপুর জোড়া গোলের জয়ে সেমিতে চৌগাছা পেঁয়াজ আমদানির অনুমোদন পেতে দুই হাজারের বেশি আবেদন সরকারকে জিম্মি করে দাবি আদায়কারীরা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
বডিবিল্ডার ভারিন্দর সিং আর নেই
প্রকাশ : শুক্রবার, ১০ অক্টোবর , ২০২৫, ০৩:০০:০০ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2025-10-10_68e8cb21bd32b.jpg

❒ পাঞ্জাবি অভিনেতা ভারিন্দর সিং ছবি: গেটি ইমেজেস

ভারিন্দর সিং ঘুমান, ভারতের প্রখ্যাত পাঞ্জাবি অভিনেতা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বডিবিল্ডার, ৪২ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তিনি সম্প্রতি সালমান খানের ‘টাইগার ৩’ সিনেমায় অভিনয় করেছিলেন, যা তাকে ব্যাপক পরিচিতি এনে দিয়েছিল।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় পাঞ্জাবের অমৃতসরের ফোর্টিস হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

ভারিন্দর সিংয়ের মৃত্যুর খবর প্রথম নিশ্চিত করেন পাঞ্জাবের সাবেক উপমুখ্যমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য সুখজিন্দর সিং রণধাওয়া। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই খবর জানান। পরবর্তীতে এনডিটিভি শুক্রবার একটি প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি বিস্তারিত প্রকাশ করে।

ভারিন্দর কেবল একজন অভিনেতা নন, তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বডিবিল্ডারও ছিলেন। ২০০৯ সালে তিনি ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাব জিতেছিলেন এবং একই বছরের ‘মিস্টার এশিয়া’ প্রতিযোগিতায় রানার-আপ হন।

চলচ্চিত্রে তার অভিষেক ঘটে ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত পাঞ্জাবি ছবি ‘কাবাডি অনস মোর’-এর মাধ্যমে। পরে তিনি বলিউডেও তার উপস্থিতি জানান দেন। সম্প্রতি তিনি অভিনয় করেছেন সালমান খান অভিনীত ‘টাইগার ৩’ সিনেমায়, যা তাকে নতুন উচ্চতায় পরিচিতি এনে দেয়।

আরও খবর

🔝