gramerkagoj
বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম মণিরামপুরে ইটভাটার মেশিনে আটকা পড়ে শ্রমিকের মৃত্যু আশাশুনিতে সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় পাইলট প্রকল্পের সমাপনী অনুষ্ঠান মোংলায় খালেদা জিয়ার নামে স্কুল, কলেজ ও বৃদ্ধাশ্রম নির্মাণে বিএনপি নেতার উদ্যোগ সভাপতি পদে দুই ও সম্পাদক পদে চারজনসহ ২৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা, আওয়ামীপন্থীরা মাঠে নেই আগামীকাল উদ্বোধনী ম্যাচে লড়বে উপশহর ও ফতেপুর জোড়া গোলের জয়ে সেমিতে চৌগাছা পেঁয়াজ আমদানির অনুমোদন পেতে দুই হাজারের বেশি আবেদন সরকারকে জিম্মি করে দাবি আদায়কারীরা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

❒ নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫

দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক নাদিন ডি ক্লার্ক
প্রকাশ : শুক্রবার, ১০ অক্টোবর , ২০২৫, ০১:০৩:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-10-10_68e8afab26267.jpg

❒ দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক নাদিন ডি ক্লার্ক ছবি: এপি

নারী ওয়ানডে বিশ্বকাপে নিয়মিত দেখা যাচ্ছে এক ধরণের দৃশ্য—টপ ও মিডল অর্ডারে ব্যাটিং বিপর্যয়, তবে একজন ব্যাটার এসে দলকে তাড়া থেকে উদ্ধার করছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে এই দৃশ্যটি আবারও স্পষ্টভাবে দেখা গেছে।

ভারতের ইনিংসে প্রতীকা রাওয়াল (৩৭) ও স্মৃতি মান্ধানার (২৩) উদ্বোধনী জুটি ৫৫ রানের পার্টনারশিপ গড়ার পর ব্যাটিং বিপর্যয় নেমে আসে। মাত্র ৪৭ রান যোগ করার পর ভারতের ৬ উইকেট পড়ে যায়। শেষ পর্যন্ত ভারতের ইনিংস ২৫১ রানে অলআউট হয়।

দলের জন্য বড় অবদান রাখেন আট নম্বর ব্যাটার রিচা ঘোষ, যিনি অষ্টম উইকেটে ৭৭ বলে ৯৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে দৃঢ়তার দিকে নিয়ে যান। রিচার ব্যাট থেকে আসে ১১টি চার ও ৪টি ছক্কা। এটি তার ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বার ৯০-এর ঘরে পৌঁছানোর কৃতিত্ব।

জবাবে দক্ষিণ আফ্রিকা শুরুতে কিছুটা সমস্যায় পড়ে। ওপেনার লরা ভলভার্ট (৭৭) ও চতুর্থ নম্বরে নেমে ক্লোয়ি ট্রাইওন (৪৯) ১৪২ রানের জুটি গড়ে দলকে হাল ধরান। ট্রাইওন ফেরার সময় দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ২১১/৭ (৪৫.৫ ওভার)।

এরপর নাদিন ডি ক্লার্ক দায়িত্ব গ্রহণ করেন। তিনি ৫৪ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৮১ রানের ব্যবধানে ৩ উইকেটে জয় এনে দেন। এছাড়া বল হাতে তিনি ২ উইকেটও নেন।

আরও খবর

🔝