gramerkagoj
বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম মণিরামপুরে ইটভাটার মেশিনে আটকা পড়ে শ্রমিকের মৃত্যু আশাশুনিতে সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় পাইলট প্রকল্পের সমাপনী অনুষ্ঠান মোংলায় খালেদা জিয়ার নামে স্কুল, কলেজ ও বৃদ্ধাশ্রম নির্মাণে বিএনপি নেতার উদ্যোগ সভাপতি পদে দুই ও সম্পাদক পদে চারজনসহ ২৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা, আওয়ামীপন্থীরা মাঠে নেই আগামীকাল উদ্বোধনী ম্যাচে লড়বে উপশহর ও ফতেপুর জোড়া গোলের জয়ে সেমিতে চৌগাছা পেঁয়াজ আমদানির অনুমোদন পেতে দুই হাজারের বেশি আবেদন সরকারকে জিম্মি করে দাবি আদায়কারীরা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
আমিরাতকে ৩-০ গোলে হারাল বাংলাদেশ নারী দল
প্রকাশ : শুক্রবার, ১০ অক্টোবর , ২০২৫, ১১:৪৭:০০ এএম
ক্রীড়া ডেস্ক:
GK_2025-10-10_68e89ddde8036.jpg

❒ আমিরাতকে ৩-০ গোলে হারাল বাংলাদেশ নারী দল ছবি: সংগৃহীত

বাংলাদেশের ফুটবলে চলছে ব্যস্ততম সময়। একদিকে পুরুষ দল হংকংয়ের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে ৩-৪ ব্যবধানে হেরে গেছে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে, অন্যদিকে দুবাই থেকে এসেছে আনন্দের খবর—বাংলাদেশ অ-১৭ নারী দল টানা দ্বিতীয় জয়ে মাঠ ছেড়েছে।

এএফসি অ-১৭ নারী টুর্নামেন্টের বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচে আজ শুক্রবার স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এর আগে গত পরশু সিরিয়াকে ২-০ গোলে হারিয়েছিল অর্পিতা বিশ্বাসের দল।

দুবাইয়ের ম্যাচে প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল যোগ করলে নিশ্চিত হয় ৩-০ ব্যবধানের জয়। আনুষ্ঠানিক ফলাফল এখনো প্রকাশিত না হলেও বাফুফের নারী দলের মিডিয়া ম্যানেজারের তথ্য অনুযায়ী, বাংলাদেশের হয়ে আলপী দুইটি এবং প্রীতি একটি গোল করেন।

বাংলাদেশ অ-১৭ নারী দল আগামীকালই সংযুক্ত আরব আমিরাত থেকে জর্ডানের উদ্দেশে রওনা হবে। তবে ভিসা জটিলতার কারণে দলের তিনজন কোচিং স্টাফ দুবাই যেতে পারেননি; তারা সরাসরি জর্ডানে দলের সঙ্গে যোগ দেবেন।

এএফসি অ-১৭ নারী টুর্নামেন্টের বাছাই পর্বে বাংলাদেশ ১৩ অক্টোবর জর্ডান ও ১৭ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে খেলবে। মূল পর্বে উঠতে হলে অর্পিতা বিশ্বাসদের গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে।

আরও খবর

🔝