gramerkagoj
বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম মণিরামপুরে ইটভাটার মেশিনে আটকা পড়ে শ্রমিকের মৃত্যু আশাশুনিতে সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় পাইলট প্রকল্পের সমাপনী অনুষ্ঠান মোংলায় খালেদা জিয়ার নামে স্কুল, কলেজ ও বৃদ্ধাশ্রম নির্মাণে বিএনপি নেতার উদ্যোগ সভাপতি পদে দুই ও সম্পাদক পদে চারজনসহ ২৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা, আওয়ামীপন্থীরা মাঠে নেই আগামীকাল উদ্বোধনী ম্যাচে লড়বে উপশহর ও ফতেপুর জোড়া গোলের জয়ে সেমিতে চৌগাছা পেঁয়াজ আমদানির অনুমোদন পেতে দুই হাজারের বেশি আবেদন সরকারকে জিম্মি করে দাবি আদায়কারীরা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

❒ বিজয়ীর নাম ঘোষণা আজ

নোবেল পাচ্ছেন না ট্রাম্প!
প্রকাশ : শুক্রবার, ১০ অক্টোবর , ২০২৫, ১০:৫৮:০০ এএম
আন্তর্জাতিক ডেস্ক:
GK_2025-10-10_68e8924573904.jpg

❒ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

এ বছরের নোবেল শান্তি পুরস্কার নিয়ে আন্তর্জাতিক আগ্রহ চরমে পৌঁছেছে। শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টায় (০৯০০ জিএমটি) নরওয়ের নোবেল কমিটি বিজয়ীর নাম ঘোষণা করবে। তবে এক বিষয় প্রায় নিশ্চিত—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পুরস্কার পাবেন না, যতই তিনি নিজেকে শান্তির দূত দাবি করুন না কেন।

নরওয়ের স্যোশালিস্ট লেফট পার্টির বৈদেশিক নীতির মুখপাত্র বলেন, ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি যেকোনো কিছু করতে পারেন। তাই আমাদের সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।

যদিও নরওয়ের নোবেল কমিটি স্বাধীনভাবে কাজ করে, ট্রাম্প না পেলে কী হতে পারে তা নিয়ে দেশটিতে কিছুটা অস্থিরতা দেখা দিয়েছে।

সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ১৯৪৬ থেকে ২০২৪ সালের মধ্যে বিশ্বে এত বিপুলসংখ্যক রাষ্ট্র-সম্পৃক্ত সশস্ত্র সংঘাত আর দেখা যায়নি।

ডোনাল্ড ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, তিনি অন্তত আটটি সংঘাত সমাধান করেছেন, যা তাঁকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য করে। তবে বিশেষজ্ঞদের মতে, এ বছর তাঁর নাম ঘোষণার কোনো সম্ভাবনা নেই।

সুইডেনের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক পিটার ভ্যালেনস্টিন বলেন, না, এ বছর ট্রাম্প নোবেল পাচ্ছেন না। হয়তো পরের বছর গাজা সংকট ও অন্যান্য উদ্যোগের ফলাফল স্পষ্ট হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে।

অসলো পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নিনা গ্রেগার মনে করেন, ট্রাম্পের অনেক নীতি নোবেল শান্তি পুরস্কারের মূল দর্শনের পরিপন্থি। তিনি বলেন, আলফ্রেড নোবেলের উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক সহযোগিতা, জাতির মধ্যে ভ্রাতৃত্ব ও নিরস্ত্রীকরণ উৎসাহিত করা। কিন্তু ট্রাম্পের কার্যক্রম এসবের বিপরীত।

গ্রেগার উল্লেখ করেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বহু আন্তর্জাতিক সংস্থা ও চুক্তি থেকে প্রত্যাহার করেছেন, মিত্র ও প্রতিদ্বন্দ্বীর সঙ্গে বাণিজ্যযুদ্ধ শুরু করেছেন, গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়েছেন, ন্যাশনাল গার্ড শহরে পাঠিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত হেনেছেন।

নোবেল কমিটির চেয়ারম্যান ইয়োরগেন ওয়াতনে ফ্রিডনেস বলেন, আমরা কোনো ব্যক্তিকে বিচার করি তাঁর সামগ্রিক ভূমিকার ভিত্তিতে। শান্তির জন্য বাস্তবে কী অর্জন করা হয়েছে, সেটিই মূল বিবেচ্য বিষয়।

এ বছর শান্তি পুরস্কারের জন্য ৩৩৮ ব্যক্তি ও সংস্থাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন তালিকা ৫০ বছর পর্যন্ত গোপন রাখা হয়। মনোনয়ন দিতে পারেন সংসদ সদস্য, মন্ত্রিসভার সদস্য, আগের বিজয়ী, নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কমিটির সদস্যরা।

২০২৪ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল জাপানে পারমাণবিক বোমা হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের সংগঠন নিহোন হিদানকিও।

চলতি বছর কোনও স্পষ্ট প্রার্থী না থাকায় অসলোজুড়ে নানা নাম ঘুরছে। আলোচনায় আছে সুদানের স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক ইমার্জেন্সি রেসপন্স রুমস, প্রয়াত রুশ বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া, নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা অফিস ফর ডেমোক্র্যাটিক ইনস্টিটিউশনস অ্যান্ড হিউম্যান রাইটস, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউএনএইচসিআর, ফিলিস্তিনের সহায়তা সংস্থা ইউএনআরডব্লিউএ, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ও আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য কাজ করা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার্সও সম্ভাব্য তালিকায় রয়েছে।

নরওয়ের ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক হালভার্ড লেইরা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে নোবেল কমিটি আবারও মানবাধিকার, গণতন্ত্র, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নারী অধিকার—এই ক্ল্যাসিক শান্তির ধারণার দিকে ফিরে এসেছে। আমার ধারণা, এ বছর পুরস্কার বিতর্কিত নয় এমন কারও হাতে যাবে।

তবে বিশেষজ্ঞরা মনে করেন, নোবেল কমিটি চাইলে আগের বছরের মতো এ বছরও সবাইকে চমকে দিতে পারে অপ্রত্যাশিত কোনো ব্যক্তি বা সংস্থাকে বিজয়ী করে।

সূত্র: এএফপি, দ্য গার্ডিয়ান

আরও খবর

🔝