| শিরোনাম |
❒ লক্ষ্মীপুরের মা-মেয়েকে হত্যা করে স্বর্ণালংকার লুটে নিল দুর্বৃত্তরা ছবি: সময় সংবাদ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহত হয়েছেন জুলেখা বেগম (৫৫) ও তার কলেজপড়ুয়া মেয়ে তানহা আক্তার মীম (১৯)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) মাগরিব থেকে এশার মধ্যবর্তী সময়ে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মঙ্গল বাড়িতে দুর্বৃত্তরা তাঁদের জবাই করে হত্যা করে। পরে ঘর থেকে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ঘাতকরা।
নিহত জুলেখা বেগম রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী এবং মীম তাঁদের একমাত্র কন্যা। মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় পরিবারের পুরুষ সদস্যরা সবাই বাজারে ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা বাসায় ঢুকে মা ও মেয়েকে নির্মমভাবে জবাই করে হত্যা করে। পরে তারা স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। বাজার থেকে বাড়িতে ফিরে পরিবারের সদস্যরা তাঁদের রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।
প্রত্যক্ষদর্শী ফারুক হোসেন জানান, দুর্বৃত্তরা মা-মেয়েকে জবাই করে হত্যা করে পালিয়ে গেছে। এমন ভয়াবহ দৃশ্য আগে কখনো দেখিনি। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, মা-মেয়েকে হত্যার ঘটনায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লুটের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। এদিকে জোড়া হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।