gramerkagoj
রবিবার ● ২০ এপ্রিল ২০২৫ ৬ বৈশাখ ১৪৩২
gramerkagoj

❒ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যশোরে গোলটেবিল বৈঠক

নারীর সত্যিকার মুক্তির জন্যে নারী-পুরুষ উভয়কেই এগিয়ে আসতে হবে
প্রকাশ : মঙ্গলবার, ৫ মার্চ , ২০২৪, ০৮:১৯:০০ পিএম , আপডেট : শনিবার, ১৯ এপ্রিল , ২০২৫, ০৩:৩২:৫৪ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-03-05_65e72a872059a.jpg

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দৈনিক গ্রামের কাগজ ও বেসরকারি উন্নয়ন সংস্থা সাকমিডের উদ্যোগে মঙ্গলবার হোটেল হাসানে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। ‘নারী অধিকার সংরক্ষণ ও বাস্তবায়নে বেসরকারি সংস্থাসমূহের ভূমিকা ও গণমাধ্যমের কাছে প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠক সঞ্চালনা ও সভাপতিত্ব করেন দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন।
শুভেচ্ছা বক্তৃতা করেন সাকমিডের পক্ষে প্রোগ্রাম অফিসার আবু সুফিয়ান ও গ্রামের কাগজের পক্ষে স্টাফ রিপোর্টার মিনা বিশ্বাস। প্রোগ্রাম সম্পর্কে ধারণা দেন সাকমিডের প্রোগ্রাম অফিসার শাহীনুর ইসলাম। এরপর মূূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক গ্রামের কাগজের বার্তা সম্পাদক সরোয়ার হোসেন।
আলোচনা করেন জেলা মহিলা পরিষদ সাধারণ সম্পাদক ও উদীচী যশোরের সভাপতি তন্দ্রা ভট্টাচার্য্য, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি লাইজুজামান, জেলা কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি অধ্যাপক ফিরোজা বুলবুল কলি, কাউন্সিলর নাসিমা আক্তার জলি, দৈনিক গ্রামের কাগজের নির্বাহী সম্পাদক আসাদ আসাদুজ্জামান, দৈনিক সমাজের কথার বার্তা সম্পাদক হাবিবুর রহমান মিলন, দৈনিক লোকসমাজের বার্তা সম্পাদক শিকদার খালিদ, দৈনিক স্পন্দনের সিনিয়র রিপোর্টার কাজী আশরাফুল আজাদ, দৈনিক কল্যাণের যুগ্ম বার্তা সম্পাদক তবিবর রহমান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সায়েদা বানু শিল্পী, আইইডি’র ব্যবস্থাপক বিথীকা সরকার, নাসিব সভাপতি শাকির আলী, যশোর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি তনুজা রহমান মায়া, জাগরণী চক্র ফাউন্ডেশনের সিনিয়র ম্যানেজার সুলতানা রাজিয়া, আরআরএফের প্রজেক্ট কো-অর্ডিনেটর খালেদা নার্গিস, জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার, যশোর জেলা বিউটি পার্লার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা বাঁশিরা মোর্শেদ, সমাজকর্মী মমতাজ খাতুন এবং গ্রামের কাগজের সোস্যাল মিডিয়া এডিটর স্বপ্না দেবনাথ। গোলটেবিল বৈঠকটি আয়োজনে সার্বিক সহযোগিতা করে ইউরোপীয় ইউনিয়ন এবং আর্টিকেল নাইনটিন।
মূল প্রতিপাদ্যের উপরে আলোচনাকালে অংশ গ্রহণকারীরা বলেন, নারীরা পরিবার থেকে সমাজ, রাষ্ট্র-সকল ক্ষেত্রেই শোষণ এবং বঞ্চনার শিকার হচ্ছে। নারী নির্যাতন প্রতিরোধে দেশে আইন থাকলেও তার যথাযথ বাস্তবায়ন হচ্ছে না। সেটিও নারী নির্যাতন বৃদ্ধির বড় কারণ। এসকল নির্যাতনের মূলেই রয়েছে পুরুষতান্ত্রিক মানসিকতা। সমাজে নারী-পুরুষ উভয়েই পুরুষতান্ত্রিক মানসিকতায় দুষ্ট। সে কারণে নারিকে ‘মানুষ’ হিসেবে না দেখে পৃথক সত্তা আর দ্বিতীয় শ্রেণির নাগরিক ভাবা হয়। তার শ্রমের সঠিক মূল্যায়ন করা হয় না। তার চাহিদাগুলো পূরণে যথাযথ পদক্ষেপ নেয়া হয় না। পরিবার এবং সমাজেও তার অংশগ্রহণ কম। সর্বত্রই বৈষম্য, নির্যাতন আর বঞ্চনার শিকার নারীর সত্যিকার মুক্তির জন্যে তাই নারী-পুরুষ উভয়কেই এগিয়ে আসতে হবে।
আলোচকরা বলেন, নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলনের পাশাপাশি নারী অগ্রগতি, সাফল্য ও সম্ভাবনাসমূহ তুলে ধরার জন্যে বেসরকারি সংস্থার সাথে গণমাধ্যমের সমন্বয় খুব জরুরি। কিন্তু, অনেক সংস্থা আছে গণমাধ্যমের সাথে কথা বলতে চায় না। এটা পরিহার করে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে।
বৈঠকে নানাবিধ সুপারিশ ও দাবি তুলে ধরেন আলোচকরা। এগুলোর মধ্যে রয়েছে নারী অধিকার মঞ্চ তৈরি, পতিতাপল্লীর নারীদের জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন দান এবং তাদের ভোটাধিকার প্রয়োগের অধিকার, মাতৃত্বকালীন ও বয়স্ক ভাতা প্রদান, হিন্দু নারীর সম্পত্তির অধিকার, পিছিয়ে পড়া আদিবাসী নারীদের অধিকার সংরক্ষণ, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ৫০টির স্থলে ১০০টিতে উন্নীত করা ও সরাসরি নির্বাচন, নারী উন্নয়ন নীতিমালার বাস্তবায়ন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনের যথার্থ প্রয়োগ ও দীর্ঘসূত্রিতা পরিহার, সরকারি প্রতিষ্ঠানের মতো বেসরকারি প্রতিষ্ঠানেও নারীর মাতৃত্বকালীন ছুটি প্রদান, সমান বেতনভাতা ও মজুরি প্রদান, তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র ঋণ সুদ কমানো, গণমাধ্যমকর্মীদের সাথে বেসরকারি প্রতিষ্ঠানের যোগসূত্র তৈরিতে বেসরকারি প্রতিষ্ঠানে তথ্য প্রাপ্তির সহজীকরণ করাসহ নানাবিধ সুপারিশ তুলে ধরেন আলোচকরা।

আরও খবর