প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ১১:২৬ পিএম |

আমরা দুরন্ত দুর্বার/এই শিকল পরার ছল/জাগো নারী জাগো বহ্নিশিখা/নূরজাহান নূরজাহান/মোরে ভালোবাসার/ গানে গানে, নৃত্যর ঝংকারে উঠে আসে দেশপ্রেম, অন্যায়ের প্রতিবাদ, জীবন চলার যত অনুপ্রেরণা ও ভালোবাসার বাণী। যা মনে করিয়ে দেয় অগ্নিঝরা সেই সময়ের কথা। যখন বৃটিশ শাসকের শাসন শোষণের বিরুদ্ধে দ্রোহের কবি, বিদ্রোহী কবি, কাজী নজরুল ইসলাম লিখেছিলেন একের পর এক কবিতা, গান, প্রবন্ধ, গল্প, উপন্যাস ও নাটক। তার রচনায় যেমনি ছিল স্বদেশ স্বজাতির প্রতি ভালোবাসা, তেমনি ছিল বিদেশি শাসকের শোষণের বিরুদ্ধে প্রতিবাদ। আরও ছিল মানব মানবীর চিরাচরিত প্রেম। গানে, নৃত্য, আবৃত্তিতে এবং নাটকের ভাষায় সবটাতেই ছিল নজরুল বন্দনা। দ্রোহ ও প্রেমের কবি, জাতীয় কবি, কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল চেতনার প্রতিষ্ঠান অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ যশোর বৃহস্পতিবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
আমরা দুরন্ত দুর্বার অগ্নিবীণার এ থিম সংয়ের মাধ্যমে টাউনহল মাঠের রওশন আলী মঞ্চে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন অগ্নিবীণা সভাপতি ইফতেখার আলম। প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। বিশেষ অতিথি ছিলেন ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, দৈনিক গ্রামের কাগজের বিশেষ প্রতিনিধি ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম। অগ্নিবীণার সাধারণ সম্পাদক রুমানা খান চৌধুরীর সঞ্চালনায় আরও বক্তৃতা করেন অগ্নিবীণার উপদেষ্টা কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, উপদেষ্টা ও শিক্ষা বোর্ডের সাবেক উপসচিব আব্দুল খালেক, অগ্নিবীণার সহসভাপতি আতাহার রহমান, ও নজরুল ইসলাম বুলবুল। এসময় আরও উপস্থিত ছিলেন অগ্নিবীণার শিল্পী ও কর্মীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বৃটিশ ঔপনিবেশিক শক্তি ও তাদের দোসররা কেঁপে উঠেছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অগ্নিঝরা লেখায়। আতঙ্কে কেঁপে উঠেছিল বৃটিশরাজের তখ্তে-তাউস। নজরুল ইসলামের লেখা ছিল সকল অনাচারের বিরুদ্ধে। আলোচনা সভা শেষে পুনরায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে দলীয় একক গান, নাচ, কোরাস, আবৃত্তি ও নাটকে অভিনয়ে অংশ নেন অগ্নিবীণার শিল্পী কুতুব উদ্দীন বিশ্বাস, আবুল হাসান তুহিন, আমিনুল ইসলাম লাভলু, শরীফ হোসেন ধীমান, আব্দুল আলিম, শফিকুল ইসলাম, আজিম উদ্দিন বিশ্বাস, সানজিদা, স্বপন দাস প্রমুখ। এছাড়া, অশোক কুমার বিশ্বাসের রচনা ও আবুল হাসান তুহিনের পরিচালনায় মঞ্চস্থ হয় নাটক ‘মানুষ’।