প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ১১:১১ পিএম |

বিবিসি মিডিয়া অ্যাকশন বাংলাদেশের আয়োজনে বৃহস্পতিবার যশোরের স্থানীয় একটি হোটেল মিলনায়তনে ‘জনস্বার্থ সাংবাদিকতা’ বিষয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে।
বিবিসি মিডিয়া অ্যাকশনের গণতন্ত্র ও উন্নয়নের জন্য জনস্বার্থ সাংবাদিকতা বিষয়ক প্রকল্প ‘প্রটেকটিং ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া ফর ইফেক্টিভ ডেভেলপমেন্ট’ প্রাইমড প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে গ্রামের কাগজের বিভিন্ন জেলা ও উপজেলার ২৩ জন সাংবাদিক অংশ নেন। যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস এফসিডিও’র অর্থায়নে প্রাইমড প্রকল্পের আওতায় বিবিসি মিডিয়া অ্যাকশনের সাথে অংশীজন হিসেবে কাজ করছে দৈনিক গ্রামের কাগজ।
মঙ্গলবার শুরু হওয়া এ আবাসিক কর্মশালায় জনস্বার্থ সাংবাদিকতার বিভিন্ন দিক, পাঠক ও দর্শককে জানা, সংবাদে জেন্ডার সহিষ্ণু হওয়ার ধারণা প্রদানের পাশাপাশি গ্রামের কাগজের সম্পাদকীয় নীতিমালা নিয়ে আলোচনা হয়। বিভিন্ন সেশনে প্রশিক্ষক ছিলেন বিবিসি মিডিয়া অ্যাকশনের হেড অফ প্রোডাকশন এন্ড ক্রিয়েটিভ লিড বিশ্বজিৎ দাস, মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি নূর সিদ্দিকী, গ্রামের কাগজের বার্তা সম্পাদক সরোয়ার হোসেন এবং স্টাফ রিপোর্টার ও ডিজিটাল প্ল্যাটফর্মের ইনচার্জ স্বপ্না দেবনাথ।
এই তিনদিনে গ্রামের কাগজ অফিসে ভিডিও এডিটিং বিষয়ে আরও নয়জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। এই প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন বিবিসি মিডিয়া অ্যাকশন বাংলাদেশের ডিজিটাল কনটেন্ট প্রডিউসার জাহিদ হাসান ও এনটিভির সিনিয়র ভিডিও এডিটর আস্হাবুল হক নান্নু।
বৃহস্পতিবার সনদ বিতরণের মাধ্যমে কর্মশালার সমাপনী হয়। এ পর্বে বক্তৃতা করেন গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন। এ সময় উপস্থিত ছিলেন গ্রামের কাগজের নির্বাহী সম্পাদক আসাদ আসাদ্জ্জুামান, বার্তা সম্পাদক সরোয়ার হোসেন ও রফিকুল ইসলাম এবং সহকারী সম্পাদক জাহিদ আহমেদ লিটন।