প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ১০:৫২ পিএম |

যশোরে খো খো লিগের আজ দ্বিতীয় দিনে নারী বিভাগে তিনটি ও সমসংখ্যক ম্যাচ সম্পন্ন হয়েছে পুরুষ বিভাগেও। নারী বিভাগে জয় পেয়েছে শহীদ স্মৃতি স্মরণ ক্রীড়া চক্র, নাইনটি স্পোর্টিং ক্লাব ও শেখ কামাল অ্যাথলেটিকস একাডেমি। পুরুষ বিভাগে জয় পেয়েছে ফ্রেন্ডস ক্লাব, কারবালা যুব সংঘ ও সালেহা স্পোর্টিং ক্লাব।
শামস্-উল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগে নারীদের প্রথম ম্যাচে শহীদ স্মৃতি স্মরণ ক্রীড়া চক্র ২৬-১৭ পয়েন্টে পরাজিত করে বাঘারপাড়া স্পোর্টিং ক্লাবকে, দ্বিতীয় ম্যাচে নাইনটি স্পোর্টিং ক্লাব ১৬-১৩ পয়েন্টে হারায় কসবা যুব সংঘকে এবং এই বিভাগে দিনের শেষ ম্যাচে শেখ কামাল অ্যাথলেটিকস একাডেমি ইনিংস ও ১৯-২ পয়েন্টে জয় পায় সৌখিন ক্রীড়া সংসদের বিপক্ষে।
পুরুষ বিভাগে ফ্রেন্ডস ক্লাব ২৬-১৫ পয়েন্টে পরাজয়ের স্বাদ দেয় সবুজ সংঘকে, দ্বিতীয় ম্যাচে কারবালা যুব সংঘ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিয়ে ১৪-১৩ পয়েন্টে পরাজিত কওে নীল বিদ্রোহ দিগম্বর বিশ্বাস স্মৃতি সংসদকে এবং শেষ ম্যাচে সালেহা স্পোর্টিং ক্লাব ইনিংস ও ১২-৮ পয়েন্টে হারায় স্বপ্ন সাথী বন্দর স্পোর্টিং ক্লাবকে।