প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ১০:৪৫ পিএম |

যশোরের রায়পাড়ায় এক যুবককে রামদা ও চাকু দিয়ে আঘাত করে গুরুতর জখম করেছে সন্ধাসীরা। ঘটনাটি ঘটেছে ২৫ মে বিকেল সাড়ে পাঁচটায় রায়পাড়া রেলস্টেশন মাদ্রাসা এলাকায়। আহত মামুন হোসেন মীর ওই এলাকার দেলোয়ারের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের স্বজনেরা জানান, মামুন নিজ প্রয়োজনে বাড়ি থেকে বেরিয়ে রাজ্জাক মাওলানা মোড়ে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে পিন্টু, মুরাদ রনিসহ আরও ১২/১২ জন তাকে মারপিট করে। এ সময় তারা দা দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে সটকে পরে।
আহত রনি জানান, এলাকার সাইদ ঠিকাদারের সাথে একটি জমি নিয়ে তার দ্বন্দ্ব চলছে। তার হুকুমেই শ্যালক পিন্টুর নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার জানান, মামুনের পায়ে ও হাঁটুতে গুরুতর জখম হয়েছে। প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বেডে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শফিকুল আলম চৌধুরী বলেন, তাৎক্ষনিক পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের আটকে অভিযান চলছে।