প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৬:১০ পিএম |

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচেন দিনাজপুর-৪ আসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সদস্য ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেন। বুধবার (২৪ মে) রাতে রাণীরবন্দর গরুহাটি মাঠে মতবিনিময় সভাটি হয়।
এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আজম পারভেজ, নশরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান আলম, খানসামা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, খানসামা উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, এবি ফাউন্ডেশনের চীফ কো-অর্ডিনেটর জয়ন্ত রায়, প্রভাষক হাজ্জাজ আল হাদী বড়বাবু, বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ ও স্থানীয়রা।
এর আগে রানীরবন্দর বাজারে ট্রাক ও ট্যাংকলরী শ্রমিকদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন চিরিরবন্দর মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু ও স্থানীয়রা।