শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ আশ্বিন ১৪৩০
                
                
☗ হোম ➤ সারাদেশ
বাগমারায় পুকুর খননের মাটি বহণের ট্রাক্টর চাপায় প্রাণ গেল ভ্যানচালকের
হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো :
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৩:৪১ পিএম |
রাজশাহী জেলার বাগমারায় রাতে অবৈধভাবে পুকুর খনন মাটি বহণের সময় ট্রাক্টর চাপায় ফজলুর রহমান শাহ (৫২) নামের এক অটোভ্যান চালক মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা প্রেমতলী এলাকায় ঘটনাটি ঘটেছে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য নিহতের লাশ থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় রাতেই থানায় মামলা হয়েছে।
নিহতের মেয়ে নুসরাত জাহান বাদি হয়ে বাগমারা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ট্রাক্টর চালকসহ দুইজনকে আসামী করা হয়েছে।
আসামীরা হলেন, ট্রাক্টর চালক মুনছের আলী ও পুকুর মালিক ইয়াছিন আলী। তাদের দুইজনের বাড়িই উপজেলার রামরামা গ্রামে।
নিহত ফজলুর রহমানের বাড়ি সাজুড়িয়া গ্রামে। তিনি মৃত শেফাতুল্লাহ শাহর ছেলে। ভ্যানচালক ফজলুর শারিরীক প্রতিবন্ধি ছিলেন। তার তিন মেয়ে। তারা স্কুল ও কলেজে লেখাপড়া করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ থেকে রাতের আঁধারে প্রেমতলী মোড়ের পাশেই অবৈধভাবে পুকুর খনন করছিলেন রামরামা গ্রামের ইয়াছিন আলী। স্থানীয় পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে পুকুর খনন করে আসছিল। অতি লাভের আশায় পুকুর খননের মাটি আধা কিলোমিটার দুরে আব্দুস সোবহানের ইটভাটায় বিক্রয় করে। প্রতিদিনের ন্যায় বুধবার রাতে পুকুর খনন শুরু করে। পুকুরের সেই মাটি ইটভাটায় বহনের সময় বেপরোয়া ট্রাক্টর ভ্যানচালক ফজলুকে পিছন থেকে চাপা দেয়। এ সময় তার মাথার উপর দিয়ে ট্রাক্টরের চাকা চলে যায়। এতে ঘটনাস্থলে মারা যান ফজলু। তিনি ভ্যান নিয়ে তাহেরপুর থেকে বাড়ি ফিরছিলেন।
এদিকে, ফজলুকে চাপা দিয়ে ট্রাক্টর নিয়ে সেখান থেকে দ্রুত চলে যায় চালক মুনছের আলী মৃধা। তিনি সোবহানের ভাটায় ট্রাক্টর রেখে পালিয়ে যায়। ট্রাক্টর চালক মুনছের আলী বাড়ি রামরামা গ্রামে মৃধা পাড়ায়।
বাগমারা থানায় তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জিলালুর রহমান বলেন, ভ্যান চালককে চাপা দেয়ার ঘটনায় ট্রাক্টর জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় ধরা সম্ভব হয়নি। তাকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।
তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে রাতেই থানায় নেয়া হয়। সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এর পর পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
স্থানীয় এলাকাবাসী জানান, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পুকুর খননে নিষেধাজ্ঞা থাকলেও সেটার তোয়াক্কা না করে দিব্যি রাতের বেলা গোপনে পুকুর খনন করে আসছিল ইয়াছিন আলী। আর মাটির দাম বেশি হওয়ায় তা বিভিন্ন ইটভাটায় বিক্রি করছে।
রাতে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা না করায় বেপরোয়া উঠেছে এক শ্রেণীর অসাধু চক্র। ক্ষমতার জোর দেখিয়ে তারা অবৈধভাবে পুকুর খনন কাজ চালিয়ে থাকে। এর আগে গত ১১ মার্চ গোয়ালকান্দি ইউনিয়নের কনোপাড়া গ্রামে রাতের আঁধারে অবৈধভাবে পুকুর খননের মাঠি বহনের সময় ট্রাক্টর উল্টে একজন নিহত হয়।
বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম আবু সুফিয়ান বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতে পুকুর খনন করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। প্রশাসনের অনুমতি ব্যতীত কেন তারা পুকুর খননের মাটি বিক্রয় করছে সেটা আমার জানা নেই। প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে পুকুর খননকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
যশোর রোডে ফের ‘ শরণার্থীদের’ ঢল
এখনও অভিযান শুরু করেনি যশোর স্বাস্থ্য বিভাগ
চাঁচড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহতের ঘটনায় মামলা
মণিরামপুরে মোস্তফা ফরিদের মতবিনিময়
রোটারি ক্লাব অব যশোর ইস্টের হুইল চেয়ার বিতরণ
৫০ টাকা বেশি নেওয়ার অপরাধে জরিমানা দিতে হলো দু’ হাজার টাকা
এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যশোরেই চালু হলো পরমাণু চিকিৎসা কেন্দ্র
রাজধানীতে ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাই ২ পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৫
দুদকের মামলায় খোলাডাঙ্গার লুৎফর কারাগারে
লাগেজের মধ্যে মরদেহের ৮ টুকরো
অবৈধ দখলদারের কারণে শুরু করা যাচ্ছে না নতুন ভবন নির্মাণের কাজ
যুবককে পিলারে বেঁধে মারপিট বাবা-ছেলে আটক
কবরস্থান থেকে ৪ কঙ্কাল চুরি
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft