প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩, ১১:৫৭ পিএম |

অবশেষে বহুল আলোচিত ও সমালোচিত আনোয়ারুল কবীরকে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। পুলিশের একটি টিম ঢাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান। এদিকে, আটকের পর তার শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই মানববন্ধনে অংশ নেন।
ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে অংশ গ্রহণকারীরা নানা স্লোগান দেন। ওইসময় বিক্ষুব্ধ লোকজন বলেন, ফেসবুকে পোস্ট দিয়ে নয়া কৌশলে চাঁদাবাজি শুরু করেছে আনোয়ারুল কবীর। তার দাবিকৃত চাঁদা না দিলে আনোয়ারুল কবীর নিজ আইডিতে অশ্লীল, কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্ট আপলোড করেন। তার হাত থেকে যশোরবাসী মুক্তি চায়।
বিক্ষুব্ধরা বলেন, প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ী কেউ তার কুরুচিপূর্ণ আচরণ থেকে নিস্তার পাননি।

মানববন্ধনে বক্তৃতা করেন যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন আলম, সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সদস্য ইমরান আলী, ইউপি মেম্বার আব্দুল খালেক, সদর উপজেলা যুবলীগ নেতা জামাল হোসেন প্রমুখ।
এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের একাধিক মামলা রয়েছে আনোয়ারুল কবীরের বিরুদ্ধে। ঢাকার মিরপুর থেকে তাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।