প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩, ৯:৫৮ পিএম |

পৃথক মাদক ও চোরাচালান মামলায় তিন আসামিকে ১৬ বছর কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, চৌগাছার শাহাজাদপুর গ্রামের কামাল উদ্দিন, শার্শার সামটা পশ্চিমপাড়ার জামাল হোসেন মিন্টু ও ঝিনাইদহের কালীগঞ্জের আড়পাড়ার ইব্রাহিম। বুধবার অতিরিক্ত দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস পৃথক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত সকল আসামি পলাতক রয়েছেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১১ সালের ১৩ এপ্রিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাহাজাদপুর গ্রামের কামালের বাড়িতে অভিযান চালিয়ে ঘর থেকে ৩৯৭ বোতল ফেলসিডিল উদ্ধার করে। এ ঘটনায় পরিদর্শক মোহাম্মদ আলী শেখ বাদী হয়ে কামাল ও একসের আলীকে আসামি করে চৌগাছা থানায় মামলা করেন। এ মামলার দীর্ঘ সাক্ষ্য গ্রহণে আসামি কামাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদন্ড, দু’ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। এ মামলার অপর আাসমি একসের আলী মারা যাওয়ায় তাকে খালাস দেয়া হয়েছে।
২০০৮ সালের ২৫ অক্টোবর রাতে ডিবি পুলিশ যশোর-বেনাপোল সড়কের মালঞ্চিতে অভিযান চালিয়ে জামাল হোসেন মিন্টুকে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক করে। এ মামলায় তাকে চার বছর সশ্রম কারাদন্ড, এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
এ ছাড়া, ২০১২ সালের ২৬ জানুয়ারি চৌগাছা থানা পুলিশ লস্করপুর গ্রামের মৎস্য অফিসের সামনে থেকে ইব্রাহিমকে ১২ বোতল ফেনসিডিলসহ আটক করে। এ মামলায় তাকে দু’ বছর সশ্রম কারাদন্ড, এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।