শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ আশ্বিন ১৪৩০
                
                
☗ হোম ➤ আইন-আদালত
তিন মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
কাগজ সংবাদ:
প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩, ৯:৫৮ পিএম |
পৃথক মাদক ও চোরাচালান মামলায় তিন আসামিকে ১৬ বছর কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, চৌগাছার শাহাজাদপুর গ্রামের কামাল উদ্দিন, শার্শার সামটা পশ্চিমপাড়ার জামাল হোসেন মিন্টু ও ঝিনাইদহের কালীগঞ্জের আড়পাড়ার ইব্রাহিম। বুধবার অতিরিক্ত দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস পৃথক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত সকল আসামি পলাতক রয়েছেন।  
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১১ সালের ১৩ এপ্রিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাহাজাদপুর গ্রামের কামালের বাড়িতে অভিযান চালিয়ে ঘর থেকে ৩৯৭ বোতল ফেলসিডিল উদ্ধার করে। এ ঘটনায় পরিদর্শক মোহাম্মদ আলী শেখ বাদী হয়ে কামাল ও একসের আলীকে আসামি করে চৌগাছা থানায় মামলা করেন। এ মামলার দীর্ঘ সাক্ষ্য গ্রহণে আসামি কামাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদন্ড, দু’ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। এ মামলার অপর আাসমি একসের আলী মারা যাওয়ায় তাকে খালাস দেয়া হয়েছে। 
২০০৮ সালের ২৫ অক্টোবর রাতে ডিবি পুলিশ যশোর-বেনাপোল সড়কের মালঞ্চিতে অভিযান চালিয়ে জামাল হোসেন মিন্টুকে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক করে। এ মামলায় তাকে চার বছর সশ্রম কারাদন্ড, এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। 
এ ছাড়া, ২০১২ সালের ২৬ জানুয়ারি চৌগাছা থানা পুলিশ লস্করপুর গ্রামের মৎস্য অফিসের সামনে থেকে ইব্রাহিমকে ১২ বোতল ফেনসিডিলসহ আটক করে। এ মামলায় তাকে দু’ বছর সশ্রম কারাদন্ড, এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।



গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
যশোর রোডে ফের ‘ শরণার্থীদের’ ঢল
এখনও অভিযান শুরু করেনি যশোর স্বাস্থ্য বিভাগ
চাঁচড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহতের ঘটনায় মামলা
মণিরামপুরে মোস্তফা ফরিদের মতবিনিময়
রোটারি ক্লাব অব যশোর ইস্টের হুইল চেয়ার বিতরণ
৫০ টাকা বেশি নেওয়ার অপরাধে জরিমানা দিতে হলো দু’ হাজার টাকা
এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যশোরেই চালু হলো পরমাণু চিকিৎসা কেন্দ্র
রাজধানীতে ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাই ২ পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৫
লাগেজের মধ্যে মরদেহের ৮ টুকরো
দুদকের মামলায় খোলাডাঙ্গার লুৎফর কারাগারে
অবৈধ দখলদারের কারণে শুরু করা যাচ্ছে না নতুন ভবন নির্মাণের কাজ
যুবককে পিলারে বেঁধে মারপিট বাবা-ছেলে আটক
কবরস্থান থেকে ৪ কঙ্কাল চুরি
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft