প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩, ৩:১০ পিএম |

রিয়াল ভায়াদোলিদকে পুঁচকে বলা বাড়াবাড়ি হবে না। অন্তত এই মৌসুমের জন্য তো নয়ই। একের পর ব্যর্থতার কারণে অবনমনের শঙ্কায় পড়ে গেছে ভায়াদোলিদ। স্প্যানিশ লা লিগার আগামী মৌসুমে জায়গা করে নেওয়াই এখন ক্লাবটির মূল চ্যালেঞ্জ। এমন একটি দলের কাছে ৩-১ গোলে হেরে গেছে বার্সেলোনা।
গত ১৫ মে এস্পানিওলকে ৪-২ গোলে বিধ্বস্ত করে বার্সা। এর মাধ্যমে দীর্ঘ তিন মৌসুম পর স্পেনের শীর্ষ লিগের শিরোপা ঘরে তোলে কাতালান পাড়ার ক্লাবটি। ২৭তম লিগ শিরোপা জেতার পর টানা দুই ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ পেল জাভি হার্নান্দেজের শিষ্যরা। এর আগে গত ২১ মে ক্যাম্প ন্যু থেকে স্বাগতিকদের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছিল রিয়াল সোসিয়েদাদ।
জোসে জোরিল্লাতে এদিন সেরাটা দিতে পারেননি বার্সার রক্ষণভাগের খেলোয়াড়রা। সেই সুযোগে সফরকারী শিবিরে হানা দিয়েছে ভায়াদোলিদ। প্রথম গোলটার জন্য অবশ্য পুরো কৃতিত্বই বার্সার। দেড় মিনিটের মাথায় প্রতিপক্ষের ক্রস ঠেকাতে গিয়ে হেডে নিজেদের জালে বল পাঠান বার্সার ড্যানিশ ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন।
শুরুতে এগিয়ে গিয়ে আত্মবিশ্বাস বেড়ে যায় ভায়াদোলিদের। দারুণ সব আক্রমণে বার্সার রক্ষণভাগকে ব্যস্ত রাখে স্বাগতিকরা। ২২তম মিনিটে ব্যবধান বাড়ায় ভায়াদোলিদ। নিজেদের ডি বক্সে গঞ্জালো প্লাতাকে ফাউল করেন কাতলানদের স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়া। স্পট কিক থেকে গোল করেন কাইল লারিন। দুই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ভায়াদোলিদ। বিরতির পরও বেশ আত্মবিশ্বাসী ছিল স্বাগতিকরা। সে ধারা অব্যাহত রেখে ৭৩ মিনিটে বার্সার জালে শেষ পেরেক ঠুকে দেন প্লাতা। ১১ মিনিট পর বার্সার হয়ে একটি গোলের শোধ দেন রবার্ট লেভানডফস্কি। এ গোলে শুধু ব্যবধানই কমেছে।