প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩, ১:৫৫ পিএম |

মারা গেলেন ভারতের জনপ্রিয় টিভি অভিনেতা নীতেশ পাণ্ডে। হিন্দি টেলিভিশন সিরিয়ালের সফল এই অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫১ বছর বয়সেই ভক্ত এবং পরিজনদের ছেড়ে চলে গেলেন।
হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৪ মে) সকালে নীতেশের আত্মীয় ও প্রযোজক সিদ্ধার্থ নগর তার মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেছেন।
জানা যায়, শ্যুটিংয়ের জন্য লাগাতপুরী ছিলেন নীতেশ পান্ডে। সেখানে রাত দুইটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই অভিনেতা। জীবনের শেষ দিনটি পরিবারকে কাছে পাননি নীতেশ।
প্রায় ২৫ বছর ধরে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। সম্প্রতি তাকে দেখা গিয়েছিল রূপালি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ‘অনুপমা’ সিরিয়ালে। এছাড়াও অসংখ্য সিরিয়ালে কাজ করেছেন।
মূলত কৌতুকাভিনেতার চরিত্রেই অভিনয় করতেন নীতেশ। শাহরুখ খানের সঙ্গে ‘ওম শান্তি ওম’, সালমান খানের সঙ্গে ‘দাবাং’ ও পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ‘খোসলা কা ঘোশলা’-র মতো ছবিতে দেখা গিয়েছে তাকে। অভিনেতার আচমকা মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তার স্ত্রী অর্পিতা পাণ্ডে।