বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৩ আশ্বিন ১৪৩০
                
                
☗ হোম ➤ ইসলামী জাহান
স্ত্রী মারা গেলে দেন-মোহরের টাকা কে পাবে?
কাগজ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১৭ মে, ২০২৩, ২:১৭ পিএম |
বিয়ের পর দেনমোহর দেওয়ার আগে স্ত্রী মারা গেল করণীয় বিষয়ে অনেকে জানতে চান। যেমন একজন প্রশ্ন করেছেন- এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেওয়ার পরই সেই মহিলা মারা গেছেন। ঘটনাক্রমে সেই নারীর স্বামী তার মহরানা আদায় করেননি। সেই নারীর কোনও সন্তান এবং উত্তরাধীকারীও নেই যে স্বামী তাদের কাছে সেই নারীর পাওনা মহরানা দিয়ে দেবেন।
এমন পরিস্থিতিতে তালাকদাতা স্বামী যদি নিজের কোনও ধরনের সওয়াবের আশা না করে ওই মৃত মহিলার পক্ষ থেকে মহরানার টাকা কোনও মসজিদ নির্মাণ বা ধর্মীয় প্রতিষ্ঠানে দান করে দেয় তাহলে কি তার ওপর থেকে স্ত্রীর মহরানা আদায় হয়ে যাবে? আর যদি না হয় তাহলে কোন পদ্ধতী অবলম্বন করা যেতে পারে?
দেন-মোহর পরিশোধের আগেই স্ত্রী মারা গেলে করণীয়
এই প্রশ্নের উত্তরে আলেমরা বলেন, মহরানার টাকা আদায় করার আগেই কোনও নারী মারা গেলে তার উত্তরাধিকার কেউ থাকলে তারা মহরানার টাকা পাবে। তবে কোনও নারীর উত্তরাধিকার বলে কেউ না থাকলে এবং স্বামীর কাছে তার স্ত্রীর মহরানার টাকা পাওনা থাকলে সেই নারীর রূহে সওয়াব পৌঁছানোর নিয়তে স্বামী এই টাকা মসজিদ বা মাদরাসায় দান করে দিতে পারবে। এতে কোনও সমস্যা নেই। -(ফতোয়ায়ে হিন্দিয়া, ১/৩০২, ফতোয়ায়ে রাহমানিয়া, ২/৯৫)
প্রসঙ্গত, দেনমোহর একজন বিবাহিত নারীর অধিকার। স্ত্রী যেন ন্যায্য অধিকার সঠিকভাবে পায় এবং নারীর যেন অবমূল্যায়ন না হয়— তার প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘তোমরা নারীদেরকে দাও তাদের মোহর খুশিমনে। এরপর তারা যদি স্বেচ্ছায় স্বাগ্রহে ছেড়ে দেয় কিছু অংশ তোমাদের জন্য তাহলে তা স্বচ্ছন্দে ভোগ কর। -(সূরা নিসা : ৪)
দেন-মোহর নারীর প্রাপ্য
মোহর সম্পূর্ণরূপে নারীর প্রাপ্য। তার স্বতঃস্ফূর্ত সম্মতি ছাড়া অন্য কারো তাতে হস্তক্ষেপের সুযোগ নেই। সুতরাং মুমিনের কর্তব্য খুশিমনে স্বতঃপ্রবৃত্ত হয়ে স্ত্রীর মোহর আদায় করা। কারো অনুরোধ-উপরোধ বা জোর-জবরদস্তির অপেক্ষায় থাকা কুরআনী শিক্ষার পরিপন্থী ও অতি নিন্দনীয় প্রবণতা।
স্ত্রী স্বতঃস্ফূর্তভাবে মোহরের কিছু অংশ ছেড়ে দিলেই কিংবা গ্রহণ করার পর স্বামীকে উপহার দিলে স্বামী তা স্বচ্ছন্দে ভোগ করতে পারবে। শুধু স্বামী নয় নারীর পিতা-মাতা, ভাইবোন বা অন্য কেউ নিজ কন্যার, বোনের বা আত্মীয়র মোহর তার স্বতঃস্ফূর্ত সম্মতি ছাড়া নিতে পারে না। নিলে তা হবে কুরআনের ভাষায় অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার মতো।
স্বামীর জন্য মোহর মাফ করাতে স্ত্রীকে চাপ প্রয়োগ করা বা দুর্ব্যবহার করা বা অন্য কোনো কৌশল অবলম্বন করা বৈধ হবে না। এভাবে স্ত্রী মাফ করলেও মাফ হবে না।
কারণ, মোহরের টাকা হাতে না দিয়ে স্ত্রীর অন্তরের সন্তুষ্টি বোঝা মুশকিল। এ জন্য হাতে দেওয়ার কথা বলেছেন হজরত থানবী (রহ.)। -
 (মাআরিফুল কোরআন : ২/২১৯; হেদায়া : ২/৩২৫; ফাতাওয়ায়ে রাহমানিয়া : ২/৮৮, আহকামুল কুরআন, জাসসাস ২/৫৭-৫৮; তাফসীরে ইবনে কাছীর ১/৪৪২; বয়ানুল কুরআন ২/৯৩; তাফসীরে উছমানী, পৃ. ১০০)



গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
ইসরায়েলে বন্দুকধারীদের গুলিতে ছয় আরব নাগরিক নিহত
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১০ম গ্রেডের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
বৃষ্টি বাড়তে পারে
৬০ শ্যুটে স্বর্ণ জিতে বিশ্বরেকর্ড আব্দুল্লাহর
টিভিতে আজকের খেলার সূচি
জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয়েছে : প্রধানমন্ত্রী
বিশ্বের ৮শ’ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের একটিও নেই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দাফনের ৫ দিন পর গৃহবধূকে জীবিত উদ্ধার
ভাতুড়িয়ায় দু’ভাইয়ের বিরুদ্ধে প্রায় কোটি টাকা আত্মসাতের মামলা
যশোরে ভয়ঙ্কর দুর্ঘটনার শঙ্কা
দারোগা আশীষ সাহার বিরুদ্ধে ৮০ লাখ টাকা অনৈতিক লেনদেনের অভিযোগে সংবাদ সম্মেলন
রেলস্টেশনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যবিপ্রবি শিক্ষার্থী জখম
মাসুদ হত্যা মামলার তিন আসামি রিমান্ডে
বিয়ে বাড়িতে ভয়াবহ আগুনে ৪৫০ জনের মৃত্যু
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft