প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ৮:৫১ পিএম |

যশোরে হত্যা চেষ্টা মামলায় দু’জনকে পৃথক ধারায় আট বছর ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মারামারির সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচজনকে খালাস দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, যশোর সদর উপজেলার জলকর গ্রামের মৃত দলিল উদ্দিন মোল্লার ছেলে দাউদ হোসেন ও এবাদত মোল্লার ছেলে রিপন। মঙ্গলবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ এক রায়ে এ সাজার আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, যশোর সদর উপজেলার কুতুবপুর গ্রামের আব্দুর রশিদকে ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় আসামিরা গতিরোধ করে মারপিট করে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় তিনি সাতজনকে আসামি করে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। এ মামলার দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি রিপন ও দাউদ হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেককে ৩৪১ ধারায় ১৫ দিনের কারাদ-, ৩২৬ ও ৩০৭ ধারায় চার বছর করে সর্বমোট আট বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত দাউদ হোসেন ও রিপন পলাতক রয়েছে।
এদিকে, আরেক আদালত যশোর মাদক মামলায় লতিফ সরদার নামে এক ব্যক্তিকে ছয়মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত লতিফ সরদার যশোর সদর উপজেলার রামনগর ধোপাড়ার মৃত মফিজ সরদারের ছেলে। মঙ্গলবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অবন্তিকা রায় এ সাজা দেন।