প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ৮:১৭ পিএম |

যশোরে টাকা, মোটরসাইকেল ও পাঁচভরি সোনার গহনা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন স্বামী। মামলাটি করেছেন যশোর সদর উপজেলার মিরা লাউখালী গ্রামের ফজলুল হকের ছেলে মাহমুদুর রহমান শাহীন। আসামিরা হলেন, স্ত্রী বারান্দিপাড়া কবরস্থান এলাকার শফিয়ার রহমানের মেয়ে মৌসুমি খাতুন,তার মা আয়শা বেগম ও ভাই রিমন হোসেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগ আমলে নিয়ে সিআইডি যশোর জোনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় বাদী উল্লেখ করেছেন, সংসারে গোলোযোগ বাধায় গত ১৫ জানুয়ারি স্ত্রী তার মা ও ভাইকে বাড়িতে আসতে বলে। বাড়িতে তিনি না থাকার সুযোগে তারা নগদ ৮৭ হাজার টাকা, তার ব্যবহৃত একটি মোটরসাইকেল, দু’টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চেকের পাতা ও তার মায়ের পাঁচভরি সোনার গহনা নিয়ে চলে যায়। পরে তিনি স্ত্রীকে কল করে এ বিষয়ে জানতে চাইলে মৌসুমি জানান, তিনি ওইসব মালামাল ফেরত দেবেন না। এরপর আদালতে মামলা করেন শাহীন।