মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ ১৪ চৈত্র ১৪২৯
                
                
☗ হোম ➤ শিক্ষা বার্তা
যশোরে ৬৫৯ প্রাইমারি স্কুলে নিয়োগ প্রাক প্রাথমিকে নতুন শিক্ষক
এম. আইউব :
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ১২:১২ এএম |
প্রথমবারের মতো প্রাক প্রাথমিকে শিক্ষক পেয়েছে যশোরের ৬৫৯ টি স্কুল। নতুন জাতীয়করণ প্রাইমারি স্কুলে নিয়োগ দেয়া হয়েছে এসব শিক্ষককে। সোমবার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্তদের পদায়ন নিয়ে গলদঘর্ম হয়েছে শিক্ষা কর্মকর্তাদের। নানা ধরনের তদবির এবং চাপে তাদের পিষ্ট হওয়ার উপক্রম হয়। এরমধ্যেও সফলভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
যশোরের ১ হাজার ২৮৯ টি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ১৪ টি পদ খালি ছিল। এরমধ্যে ৬১৩ টি নতুন সৃষ্ট ও ৪০১ টি রাজস্ব খাতের পদ। সোমবার পর্যন্ত নতুন সৃষ্ট ৬১৩ এবং রাজস্বখাতের ৪৬ জন মিলিয়ে মোট ৬৫৯ জন নতুন সহকারী শিক্ষককে পদায়ন করা হয়েছে। তবে, এদের মধ্যে দু’একজন যোগদান করেননি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন।   
জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে পাওয়া তথ্যানুযায়ী, ১ হাজার ১৪ টি পদে শিক্ষক হতে আবেদন করেন ৩৩ হাজার ২৫৪ জন। গত বছরের ২২ এপ্রিল প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম ধাপের পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৭ হাজার ৩৬ জন। জেলার আটটি উপজেলার মধ্যে চারটি উপজেলার প্রার্থীরা প্রথম ধাপের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। উপজেলাগুলো হচ্ছে, ঝিকরগাছা, কেশবপুর, মণিরামপুর ও শার্শা।
রাজস্ব খাতের শূন্যপদের মধ্যে রয়েছে অভয়নগরে ৩৩, কেশবপুরে ৩৯, চৌগাছায় ৫৪, ঝিকরগাছায় ২৫, বাঘারপাড়ায় ৪০, মণিরামপুরে ১০৩, শার্শায় ৫০ ও সদর উপজেলায় ৫৭ টি। বাকি পদগুলো নতুন জাতীয়করণ প্রাথমিক বিদ্যালয়ে সৃষ্টি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যশোরে রাজস্ব খাতে সহকারী শিক্ষকের মোট পদ রয়েছে ৪ হাজার ৮৯ টি। কর্মরত রয়েছেন ৩ হাজার ৮শ’ ৪৫ জন। নতুন জাতীয়করণ প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের মোট পদ রয়েছে ২ হাজার ৫৭১ টি। এসব স্কুলে কর্মরত রয়েছেন ২ হাজার ৪১৪ জন।
দীর্ঘদিন পর নতুন জাতীয়করণ স্কুল প্রাক প্রাথমিকের জন্য প্রথমবারের মতো শিক্ষক পেলো। এসব শিক্ষক প্রাথমিকে ভর্তি হওয়ার প্রথম পর্যায়ের শিশুদের পাঠদান করবেন। প্রাক প্রাথমিকে শিক্ষক নিয়োগ দেয়ায় অনেকটা চাপমুক্ত হলেন নুতন জাতীয়করণ স্কুলের শিক্ষকরা। নতুন শিক্ষক পেয়ে অনেকের মুখে হাসির ঝিলিক দেখা যায়। সোমবার নতুন শিক্ষকরা স্ব স্ব উপজেলায় যোগদান করেছেন। সদর উপজেলায় ১১০ জন সহকারী শিক্ষকের পদ রয়েছে। এরমধ্যে ১০৩ জন তাদের কাগজপত্র জমা দেন। তাদের মধ্যে যোগদান করেছেন ১০১ জন।
নিয়োগের বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম বলেন, ‘এটি একটি বিশাল কর্মযজ্ঞ। একসাথে ৬৫৯ জনের পদায়ন ও যোগদান কঠিন কাজ। তারপরও সফলভাবে সম্পন্ন হয়েছে।’
এদিকে, নতুন জাতীয়করণ স্কুলের শিক্ষকদের নিয়ে গঠিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি যশোর সদর উপজেলা শাখা সোমবার বালিয়াডাঙ্গা শিক্ষক সমিতি ভবনে নতুন নিয়োগ পাওয়াদের বরণ করে নেয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সদর উপজেলা শাখার সভাপতি আব্দুল জব্বার। বক্তৃতা করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। এ সময় যোগদানকারী শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।




গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
সংশোধন হচ্ছে মোটরসাইকেল নীতি
মোরেলগঞ্জে ৩ শ’ বিঘা জমির বোরো ধান বিনষ্ট
লোহাগড়ার বীর মুক্তিযোদ্ধা শুকুর মোল্যা আর নেই
চাঁদা না পেয়ে সিকিউরিটি গার্ডকে ছুরিকাঘাত
ডাটার বীজে সর্বনাশ
কালীগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
চৌগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যশোর জেনারেল হাসপাতালে যুবলীগ নেতার হাতে নার্স লাঞ্ছিত
গ্রামের কাগজকে ভালোবাসা জানাতে আসেন হাজারো মানুষ
আদালত চত্বরে তুলকালাম, ব্যারিস্টারকে নিয়ে গেল পুলিশ
যশোরের সিনিয়র সাংবাদিক শাহনারা বেগমের ইন্তেকাল
ফ্ল্যাট ভাড়া নিয়ে কিশোরীদের দিয়ে দেহ ব্যবসা করাতেন আরাভ
হঠাৎ আইরিশদের টি-টোয়েন্টি অধিনায়ক বদলের ঘোষণা
ঈদের আগাম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল থেকে
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮২, ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft