প্রকাশ: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ৫:৪৫ পিএম |

কুষ্টিয়ার সদর উপজেলার কবুরহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। তবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৫৫ বছর।
সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় খুলনা থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী মধুমতি এক্সপ্রেক্স ট্রেন কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত ঐ ব্যক্তি রেললাইনের ধারে দাঁড়িয়ে ছিলেন। পরে রেললাইন দিয়ে হাঁটার সময় খুলনা থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী মধুমতি এক্সপ্রেক্স ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নার্গিস আক্তার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।