প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৮:৩২ পিএম |

দীর্ঘ পাঁচ বছর পর যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে উৎসবের আমেজ তৈরি হয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের মধ্যে। প্রধানমন্ত্রীর আশার বাণী শুনতে সকাল থেকে হাজার হাজার বাস, পিকআপ, ইজিবাইক, মোটরসাইকেলসহ নানা যানবাহনে শহরে আসতে থাকেন সবাই। স্থানীয় নেতাদের নাম সংবলিত টি শার্ট ও ক্যাপ পরে জনসভাস্থলে হাজির হন লাখো মানুষ। শহরের প্রতিটি মোড় থেকে বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ মিছিল সহকারে যোগ দেন সমাবেশে। এ সময় নেতাকর্মীরা ঢাক-ঢোল পিটিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে প্রকম্পিত করে তোলেন গোটা শহর। বৃহস্পতিবার পুরোদিন আওয়ামী লীগ নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে শহরের অলিগলি। লাখো মানুষের ¯্রােত মিলিত হয় স্টেডিয়াম, আব্দুর রাজ্জাক কলেজ মাঠ ও ঈদগাহ ময়দানে। অনেকেই দুপুরের খাবার ও পানি সাথে আনেন। চা, বাদাম, সিগারেটসহ বিভিন্ন দোকানে দেখা যায় উপচেপড়া ভিড়। চায়ের কাপে চুমুকের সাথে শুরু হয় নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিক আলাপ। আগামী নির্বাচনের জন্য কী কী নির্দেশনা দিবেন দলীয় প্রধান। যশোরবাসীর আকাঙ্খা কতটুকু বাস্তবায়িত হতে পারে, এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সবার মধ্যে। দীর্ঘ প্রতীক্ষার পর মঞ্চে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভাস্থলে পৌঁছাতে না পারলেও প্রজেক্টর ও মাইকে মনোযোগ সহকারে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন উপস্থিত সবাই।