বুধবার ৭ জুন ২০২৩ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০
                
                
☗ হোম ➤ আন্তর্জাতিক
কলকাতায় তাপমাত্রা ১৬ ডিগ্রির ঘরে
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ৪:৩৯ পিএম |
পশ্চিমবঙ্গে নভেম্বরের শেষেই শীত প্রভাব দেখাতে শুরু করেছে। আজ (বৃহস্পতিবার) থেকে তাপমাত্রা যে কমবে এবং সপ্তাহ শেষে আরও ঠান্ডা পড়বে, এমন পূর্বাভাস দিয়েছিল কলকাতা আবহাওয়া দফতর।
সে অনুযায়ী নভেম্বরের শেষ সপ্তাহে শীতের তীব্রতা বাড়ল। আবহাওয়া অফিসের ইঙ্গিত, তাপমাত্রা আরও কমবে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দিনটি কলকাতায় এই মৌসুমে সবচেয়ে শীতলতম দিন। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বিগত পাঁচ বছরের তাপমাত্রার ইতিহাসে নভেম্বরে এমন ঘটনা বিরল।
সোমবার কলকাতায় তাপমাত্রা ছিল ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৬ ডিগ্রি, বুধবার তা হয় ১৭ ডিগ্রি, বৃহস্পতিবার ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের পক্ষে জানান হয়েছে, রাজ্যজুড়ে আগামী কয়েকদিন এমনই শীতের আমেজ থাকবে।
আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, সপ্তাহ শেষে অন্তত আরও তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে রাজ্যের পশ্চিম জেলাগুলোয়। বিশেষ করে বিহার রাজ্য লাগোয়া ঝাড়খন্ডের মতো জেলাগুলোয়। একইভাবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমের মতো জেলাগুলোয় শীতের প্রভাব বেশি থাকবে।
অন্যদিকে, দিল্লির মৌসুম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর-পশ্চিমের হাওয়ায় পশ্চিমী ঝড় সেভাবে বাধা সৃষ্টি করছে না এবং নতুন করে পশ্চিমী ঝড়ের কোনো আভাস নেই। একইভাবে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল, সেটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে রয়েছে। সেটিও শক্তি হারাচ্ছে। সে কারণেই আপাতত শীতের আমেজ জাঁকিয়ে বসবে পশ্চিমবঙ্গে। 


গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
অন্যদের দিয়ে উত্তরপত্র মূল্যায়ন
আজ ঐতিহাসিক ৬ দফা দিবস
যশোরে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ
বড় জয়ে ফাইনালে চৌগাছা
৪০ দফা ইশতেহার ঘোষণা খালেকের
মাদক কারবারী সাবেক ইউপি সদস্য আটক
মাগুরা শিল্পকলা একাডেমিতে শরীফ শাহ দেওয়ানসহ ১৫ গুণি সংবর্ধিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নির্ঘুম রাত কাটছে যশোরবাসীর
৮ জেলায় তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে
কলমের উপর কর প্রত্যাহারের দাবি জানালেন এমপি কাজী নাবিল
২০ দিন ধরে অন্ধকারাচ্ছন্ন যশোরের জেলরোড
আমদানির খবরে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ২৫-৩০ টাকা
শার্শার নেতৃবৃন্দের ধানমন্ডিতে ভিড়
গভীর রাতে এক বাড়িতে হামলা
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft