প্রকাশ: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ৯:২৪ পিএম |

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। বুধবার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পৃথক দু’প্যানেলের প্রার্থীরা ব্যাপক প্রচারণা চালিয়েছেন। দিয়েছেন শোডাউনও।
বেলা ১২ টায় ইদ্রিস-মুকুল প্যানেল পিপির কক্ষে আলোচনা সভা শেষে গণসংযোগ করে। এছাড়া, সভাপতি প্রার্থী রেজার নেতৃত্বাধীন প্যানের দুপুর ১টায় আলোচনা ও গণসংযোগ করে। একইসাথে স্বতন্ত্র সাধারণ সম্পাদক প্রার্থী আবু মোর্তজা ছোটও ব্যাপক প্রচারণা চালান। তবে, তেমনভাবে মাঠে দেখা যায়নি জাতীয়তা আইনজীবী ঐক্য ফোরামের প্রার্থীদের। এ কারণে অনেকেই বলছেন এবার লড়াই হতে পারে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের দু’ প্যানেলের মধ্যে।
বুধবার যশোর জজ আদালতে পিপির কক্ষে প্রথমে আলোচনা সভা করে ইদ্রিস-মুকুল পরিষদ। সভাপতি পদে ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান মুকুলসহ প্যানেলের সকল প্রার্থীর জয়লাভে তারা একাট্টা হওয়ার শপথ করেন। তারা তাদের প্যানেলকেই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মূল প্যানেল বলে দাবি করেন। পরে আদালত ও আইনজীবী সমিতির ভবনসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন।
একইদিন সভাপতি পদে শরীফ নুর মোহাম্মদ আলী রেজার নেতৃত্বাধীন প্যানেলও ব্যাপক শোডাউন করে। তাদের সাথে সিনিয়র আইনজীবীরাও অংশ নেন। তারাও নিজেদের প্যানেলকে মূল প্যানেল দাবি করেন।
এদিকে, এদিন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের বহিষ্কৃত সভাপতি সাধারণ সম্পাদক প্রার্থী আবু মোর্তজা ছোটকেও প্রচারণা চালাতে দেখা যায়। অন্যদিকে, বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য পরিষদের মোহাম্মদ ইসহক-নুরুজ্জামান খান প্যানেলের প্রার্থীরা সকালে জজ ও জুডিসিয়াল আদালত প্রাঙ্গণে প্রচারণা চালান।
আগামী ২৬ নভেম্বর যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২৩ অনুষ্ঠিত হবে। ১০ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এবার সমিতির ৫০৫ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতা নির্বাচিত করবেন।