প্রকাশ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ৮:৪৭ পিএম |

ভাইপোডার নাম আসাদুজ্জামান। বাড়ি জামালপুরি। অভাবের সুংসারে নিত্য টানাটানি। নিজির পড়াশুনোর খচ্চা চালাতি হিমশিম খাতি হয়। সুংসার আর পড়ার ভার বতি ককনো রং বান্নিশ কাজের ককনো রাজমিস্ত্রির জুগালে হিসেবে কাজ করেন। এই কাজের জন্যি মাজেমদ্দি তারে এলেকার বাইরিও থাকতি হয়। কয়মাস মাস পরপর দিনাজপুর, ভালুকাসহ হরকোলি জাগায় যাইয়ে তারে কাজ কত্তি হয়। জুগালে দিয়ে দিন হাজরে মুজরি পায় ৩৫০ টাকা। তেবে ভালো কাজ কত্তি গেলি যে কোন বান্দালই যে আসলে বান্দাল দিতি পারে না ভাইপো আসাদ তার জ্যান্ত উদারোন।
অভাব অনটন থাকলিও কিলাসের বই পড়ার পাশাপাশি অন্যান্য বই পড়ায় কুটি কালতে তার বিরাট ঝোক। সেই ঝোকেত্তে নিজির রক্ত ঘাম পানি কইরে কামোই করা টাকায় তিলতিল কইরে তিনি গইড়ে তুইলেচেন পাঠাগার। এট্টা এট্টা কত্তি কত্তি একন তার গড়া পাঠাগারের সংখ্যা ১৬ ডা। আসাদুজ্জামান সাত ভাইবুনির মদ্দি স¹লির ছোট। চার বুনির বিয়ে হয়ে গেচে। জুমাজমি নিয়ে গন্ডগোলের জের ধইরে কাইজে ফ্যাসাদে ২০১৮ সালে তার বড় ভাই রবিউল ইসলাম মিলন খুন হন পোতিপক্কের হাতে। অকালে চইলে যাওয়া বড় ভাইয়ের স্মৃতি আগলায় ধইরে রাকতি আসাদুজ্জামান তার পাঠাগারের নাম দেন মিলন স্মৃতি পাঠাগার। ইন্টারে পড়ার সুমায় জামালপুর জিলার সষশেবাড়ি উপজিলার নিজির বাড়ির হাইতনেয় গইড়ে তোলেন পাঠাগার। মানুষরে বই পড়টি উসসাহ দিয়ার জন্যি কাজডা ইস্টাট দিলেন। বড় বুইন শর্মি আক্তার নিজির পুরোনো গুটা বিশেক বই দিয়ে তারে সহায়তা করিলেন। একন আসাদুজ্জামানের চোকি পাহারায় চলচে ১৬ ডা পাঠাগারে মোট বই আচে আট হাজার। ভালো এই কাজের জন্যি ভাইপো আসাদুজ্জামান এবার পাইয়েচেন জয় বাংলা ইয়ুথ অ্যাওয়াড। সিআরআইয়ের চিয়ারম্যান সজীব ওয়াজেদ জয় চাচার হাতেত্তে কেরেস্ট আর সাট্টিফেট নেচেন আসাদুজ্জামান। পুরস্কার হিসেবে পাইয়েচেন ৫০ হাজার টাকার চেক। ভাইপো আসাদের ইরাম ভালো কাজ ছড়ায় যাক সব জাগায়।
ইতি-
অভাগা আক্কেল চাচা
০১৭২৮৮৭১০০৩