শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ চৈত্র ১৪২৯
                
                
☗ হোম ➤ আক্কেল চাচার চিঠি
ইরাম আলো ছড়াক সব জাগায়
প্রকাশ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ৮:৪৭ পিএম |
ভাইপোডার নাম আসাদুজ্জামান। বাড়ি জামালপুরি। অভাবের সুংসারে নিত্য টানাটানি। নিজির পড়াশুনোর খচ্চা চালাতি হিমশিম খাতি হয়। সুংসার আর পড়ার ভার বতি ককনো রং বান্নিশ কাজের ককনো রাজমিস্ত্রির জুগালে হিসেবে কাজ করেন। এই কাজের জন্যি মাজেমদ্দি তারে এলেকার বাইরিও থাকতি হয়। কয়মাস মাস পরপর দিনাজপুর, ভালুকাসহ হরকোলি জাগায় যাইয়ে তারে কাজ কত্তি হয়। জুগালে দিয়ে দিন হাজরে মুজরি পায় ৩৫০ টাকা। তেবে ভালো কাজ কত্তি গেলি যে কোন বান্দালই যে আসলে বান্দাল দিতি পারে না ভাইপো আসাদ তার জ্যান্ত উদারোন।
অভাব অনটন থাকলিও কিলাসের বই পড়ার পাশাপাশি অন্যান্য বই পড়ায় কুটি কালতে তার বিরাট ঝোক। সেই ঝোকেত্তে নিজির রক্ত ঘাম পানি কইরে কামোই করা টাকায় তিলতিল কইরে তিনি গইড়ে তুইলেচেন পাঠাগার। এট্টা এট্টা কত্তি কত্তি একন তার গড়া পাঠাগারের সংখ্যা ১৬ ডা। আসাদুজ্জামান সাত ভাইবুনির মদ্দি স¹লির ছোট। চার বুনির বিয়ে হয়ে গেচে। জুমাজমি নিয়ে গন্ডগোলের জের ধইরে কাইজে ফ্যাসাদে ২০১৮ সালে তার বড় ভাই রবিউল ইসলাম মিলন খুন হন পোতিপক্কের হাতে। অকালে চইলে যাওয়া বড় ভাইয়ের স্মৃতি আগলায় ধইরে রাকতি আসাদুজ্জামান তার পাঠাগারের নাম দেন মিলন স্মৃতি পাঠাগার।  ইন্টারে পড়ার সুমায় জামালপুর জিলার সষশেবাড়ি উপজিলার নিজির বাড়ির হাইতনেয় গইড়ে তোলেন পাঠাগার। মানুষরে বই পড়টি উসসাহ দিয়ার জন্যি কাজডা ইস্টাট দিলেন। বড় বুইন শর্মি আক্তার নিজির পুরোনো গুটা বিশেক  বই দিয়ে তারে সহায়তা করিলেন। একন আসাদুজ্জামানের চোকি পাহারায় চলচে ১৬ ডা পাঠাগারে মোট বই আচে আট হাজার। ভালো এই কাজের জন্যি ভাইপো আসাদুজ্জামান এবার পাইয়েচেন জয় বাংলা ইয়ুথ অ্যাওয়াড। সিআরআইয়ের চিয়ারম্যান সজীব ওয়াজেদ জয় চাচার হাতেত্তে কেরেস্ট আর সাট্টিফেট নেচেন আসাদুজ্জামান। পুরস্কার হিসেবে পাইয়েচেন ৫০ হাজার টাকার চেক। ভাইপো আসাদের ইরাম ভালো কাজ ছড়ায় যাক সব জাগায়।
ইতি-
অভাগা আক্কেল চাচা
০১৭২৮৮৭১০০৩



গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
টাকা শূন্য যশোর ডাকঘর!
ভয়াল গণহত্যা দিবস আজ
আন্দোলনের নতুন কর্মসূচি দিল বিএনপি জোট
৫১ বছর বয়সে ৫ম শ্রেণির ছাত্রী
খুলনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
বাঁশ কাবাব, রাজস্থানি তান্দুরি ছিল মূল আকর্ষণ
চৌগাছায় ২৭ মামলার আসামি শহিদুল আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আইডিয়ার লস প্রজেক্টে লাভবান হচ্ছেন ক্রেতারা
জননিরাপত্তা বিভাগের সচিব হলেন মোস্তাফিজুর রহমান
কেন ঊনসত্তরেও ছিলেন সিঙ্গেল, জানালেন সেই সাবেক অধ্যাপক
ঘেরে ভাসছিল এক ব্যক্তির মরদেহ
ব্যসায়ীকে পথে বসাতে মরিয়া সেই বাশার, থানায় অভিযোগ
বাঁশ কাবাব, রাজস্থানি তান্দুরি ছিল মূল আকর্ষণ
রঞ্জিত মল্লিকের সঙ্গে তর্কে জড়ালেন অঙ্কুশ, হুঁশিয়ারি কোয়েলের
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮২, ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft