gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বাংলা নববর্ষ বাঙালির আবহমান ঐতিহ্যের এক অনন্য মাইলফলক: এমপি ইয়াকুব আলী
প্রকাশ : রবিবার, ১৪ এপ্রিল , ২০২৪, ০৭:৪৪:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল , ২০২৪, ০৪:৫২:৪২ পিএম
তাজাম্মূল হুসাইন, মণিরামপুর পৌর প্রতিনিধি:
GK_2024-04-14_661bdf2921bc1.jpg

যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, বাংলা নববর্ষ বাঙালির আবহমান ঐতিহ্যের এক অনন্য মাইলফলক। বৈশাখ সকল কালিমা ঘুচিয়ে দিয়ে নতুন উৎসাহ ও উদ্যমে বাঙালির জীবনে নিয়ে আসে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
রোববার সকালে মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা পরিষদের বটমূল প্রাঙ্গনে আলোচনা সভায় নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে এমপি এস এম ইয়াকুব আলী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই বাঙালি জাতিসত্ত্বা বিশ্বের বুকে গৌরবের স্থান পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কাজ চলমান রয়েছে। এসময় এমপি এস এম ইয়াকুব আলী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মণিরামপুরবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। এর আগে এমপি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরে উৎসবমুখর পরিবেশ ও বর্ণিল আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন এমপি এস এম ইয়াকুব আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, সহকারি কমিশনার (ভূমি) আলী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ বায়েজিদ, সমাজসেবা অফিসার রোকনুজ্জামান, থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ।

আরও খবর

🔝