gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মাদারীপুরের শিবচরে দু'পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫
প্রকাশ : শনিবার, ১৩ এপ্রিল , ২০২৪, ১২:৩৩:০০ পিএম
মাদারীপুর সংবাদদাতা:
GK_2024-04-13_661a22adeea13.jpg

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুর জেলার শিবচরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুই জনকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।
শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ‘দোতরা হাজী ইয়াসিন মোল্লা কান্দি’ গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে ‘দোতরা হাজী ইয়াসিন মোল্লা কান্দি’ গ্রামের শাজাহান মোল্লার সঙ্গে একই এলাকার মতি মোল্লার বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে শুক্রবার রাতে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ আহত হয় ১৫ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, 'শাজাহান মোল্লার পক্ষের কয়েকজন লোক সম্প্রতি একই বংশের হাজী মতি মোল্লার পক্ষে যোগদান করে। ঈদ উপলক্ষে মতি মোল্লা ও শাজাহান মোল্লা আলাদাভাবে নিজ নিজ সমাজের লোকদের ঈদের দিন বৃহস্পতিবার দাওয়াত করে খাওয়ান। শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি থেকে এই সংঘর্ষ বাধে।'
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, 'অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। '

আরও খবর

🔝