gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২
প্রকাশ : শুক্রবার, ১২ এপ্রিল , ২০২৪, ১২:০২:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল , ২০২৪, ০৪:৫২:৪২ পিএম
নড়াইল অফিস:
GK_2024-04-12_6618c26711731.jpg

নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। নিহত একজনের নাম আলছাফ মাতুব্বর (২২)। তিনি ফরিদপুরের সালথা উপজেলার কুমোরপট্টি গ্রামের আসাদ মাতুব্বরের ছেলে। নিহত অন্যজনের পরিচয় জানাযায়নি। আহত দুইজন হলেন- ফরিদপুরের সালথা উপজেলার কুমোরপট্টি গ্রামের মোস্তাক সর্দার ও একই জেলার নগরকান্দা উপজেলার আইনপুর গ্রামের মুস্তাকিন (২০)। তারা নিহত আলছাফের বন্ধু।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নড়াইল-লোহাগড়া সড়কের ডৌয়তলায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, লোহাগড়া থেকে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে নড়াইলের দিকে যাচ্ছিল। সদর উপজেলার হাওয়াইখালী ব্রিজ এলাকার ডৌয়াতলাতে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দিয়ে সুপারি গাছে ধাক্কা দেয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আলছাফ মাতুব্বর ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন ৯৯৯ ফোন করলে নড়াইলের হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাম না জানা ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর আধুনিক হাসপাতালের ইমারজেন্সি মেডিক্যাল অফিসার অলোক কুমার বাগচী জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় হাসপাতালে আসেন তিনজন। এর মধ্যে একজন মারা গেছেন। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ড়াইল তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শওকত হোসেন বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। মোটরসাইকেল দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান। আহত ৩ জনকে নড়াইল সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও একজন মারা যান।

আরও খবর

🔝