gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১১ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সাগরে চীনের কর্মকাণ্ড নিয়ে ৩ দেশের গভীর উদ্বেগ
প্রকাশ : শুক্রবার, ১২ এপ্রিল , ২০২৪, ১১:০৬:০০ এ এম
আন্তর্জাতিক ডেস্ক:
GK_2024-04-12_6618babce11bf.jpg

দক্ষিণ-পর্ব এশিয়ার অনেক দেশের মতোই ফিলিপাইনস দক্ষিণ চীন সাগরের একটি অংশের মালিকানা দাবি করছে। এ নিয়ে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র-জাপান ও ফিলিপাইনসের মধ্যে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে দক্ষিণ চীন সাগরে চীনের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশ তিনটির নেতারা।
মূলত কৌশলগত সাগরপথে চীন তাদের কার্যক্রম জোরালো করেছে। এতে সেখানে উত্তেজনা বাড়ছে। বিশেষ করে ফিলিপাইনসের সঙ্গে।
গত মাসে ফিলিপাইনসের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন। কারণ চীনের নৌবাহিনীর জলকামানে তাদের একটি বোট ক্ষতিগ্রস্ত ও নৌ সদস্যরা আহত হন।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র-জাপান ও ফিলিপাইনসের তিন নেতা চীনের বিপজ্জনক ও আগ্রাসী ব্যবহারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বেইজিং পুরো চীন সাগরকে নিজেদের বলে দাবি করে আসছে, যদিও ২০১৬ সালে একটি আন্তর্জাতিক আদালত তা প্রত্যাখ্যান করেছিল।
ফিলিপাইনস, ব্রুনাই, মালয়েশিয়া ও ভিয়েতনামও সাগরটির কিছু অংশ দাবি করে।
সূত্র: আল-জাজিরা

আরও খবর

🔝