gramerkagoj
মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪ ৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
খুলনায় সারবোঝাই কার্গো জাহাজ ডুবি, নিখোঁজ ২
প্রকাশ : রবিবার, ৭ এপ্রিল , ২০২৪, ০২:০৬:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল , ২০২৪, ১০:৪৬:৩১ এ এম
খুলনা প্রতিনিধি:
GK_2024-04-07_6612540b9e324.jpg

খুলনার রূপসা নদীতে রূপসা রেল সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে এমভি থ্রি লাইট-১ নামে সারবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। রোববার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কার্গো জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ১১ জন সাতরে তীরে উঠতে সক্ষম হয়। তবে কার্গোর বাবুর্চি কালাম ও গ্রিজার শাকায়েত নিখোঁজ রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিখোঁজদের নাম-পরিচয় জানা যায়নি।
খুলনা নৌপুলিশের এসপি মো. শরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মংলা বন্দর থেকে সারবোঝাই কার্গো জাহাজটি নওয়াপাড়া যাবার পথে এমভি থ্রি লাইট-১ খুলনা রুপসা নদীর উপর নির্মিত রেল সেতুর পিলারে ধাক্কা লাগে। এ সময় কার্গোতে পানি উঠে ডুবে যায়। কার্গোতে ১৩ নাবিকের মধ্যে ১১ জন সাতরিয়ে কূলে উঠতে সম্ভব হয়। নাবিকের মধ্যে দুজন এখন নিখোঁজ রয়েছে। কার্গো ও নাবিকদের উদ্ধারে চেষ্টা চলছে।

আরও খবর

🔝