gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
মাঠে নামতে যাচ্ছেন মেসি
প্রকাশ : শনিবার, ৬ এপ্রিল , ২০২৪, ০৮:০০:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল , ২০২৪, ০৪:৫২:৪২ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-04-06_661156f71bf31.JPG

হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠের বাইরে মেসি। চোটের কারণে চলতি মাসের অর্ধেক সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারকে। আপাতত তার আর কোনো ব্যথা কিংবা অস্বস্তি নেই বলে জানিয়েছে ইন্টার মায়ামি। তাই খুব শিগগিরই মাঠে নামতে যাচ্ছেন মেসি।
আগামী ১৭ এপ্রিল কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে মন্টেরেরির মুখোমুখি হবে মায়ামি। এই ম্যাচেই মাঠে নামতে পারেন মেসি। আর্জেন্টাইন এই সুপারস্টার যে দ্রুতই মাঠে ফিরছেন তার আভাস দিয়েছে মায়ামি।
রোববার ভোরে মেজর লিগ সকারে (এমএলএসে) খেলতে নামবে মায়ামি। কলোরাডোর বিপক্ষে সেই ম্যাচটিতে মেসি খেলবেন কি না এখন সেই জল্পনা চলছে। মায়ামির ঘোষিত স্কোয়াডেও রাখা হয়েছে তাকে। মেসির ম্যাচ খেলার ফিটনেস নিয়ে ধারণা পেতে অন্তত ১০ মিনিট খেলানোর কথা জানিয়েছেন মায়ামির সহকারী কোচ জাভি মোরালেস।
মেসির খেলা প্রসঙ্গে মোরালেস বলেন, সে ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে। আমরা দেখব সে কেমন বোধ করে, এরপর তার বিষয়ে সিদ্ধান্ত নেব। সেই ফিজিওর সঙ্গে এবং মাঠে প্রতিদিন অনুশীলন করছে। আমরা দেখব অনুশীলনে সে কেমন বোধ করে। যদি সে ভালো বোধ করে, তাকে বিবেচনায় নেবো।

আরও খবর

🔝