gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
চালু হলো ফ্যাক্টচেকিং কর্নার
প্রকাশ : মঙ্গলবার, ২ এপ্রিল , ২০২৪, ০৮:২৭:০০ পিএম
:
GK_2024-04-02_660c162290ff7.jpg

সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) ও দৈনিক গ্রামের কাগজের যৌথ উদ্যোগে এই ফ্যাক্টচেকিং কর্নার। যশোরে স্থানীয় ও তৃণমূল পর্যায়ে অপতথ্য, ভুল তথ্য ও গুজব সনাক্তকরণ, যাচাই এবং উপযুক্ত অনুসন্ধানের মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরার লক্ষ্য নিয়ে "Connecting Community, Strengthening Voices through CSO-Media Alliance in Jashore District" প্রকল্পের অধীনে উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে। একইসঙ্গে তথ্যের সত্যতা যাচাই-এর গুরুত্ব সম্পর্কে জনগণকে অবহিত করার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করাই এই উদ্যোগের লক্ষ্য। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এই প্রকল্পটি পরিচালনা করছে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯।

আরও খবর

🔝