gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যশোরের চিহিৃত সন্ত্রাসী কারবালার ভুট্টো আটক
প্রকাশ : বুধবার, ২০ মার্চ , ২০২৪, ০৯:২৫:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল , ২০২৪, ০৪:৫২:৪২ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-03-20_65fb003a3751e.jpg

যশোরে একাধিক মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসী কারবালার মোকলেছুর রহমান ভুট্টোকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার তাকে আটকের পর আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই তাপস কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, গত ২৪ ফেব্রুয়ারি যশোর সদর উপজেলার লেবুতলা গ্রামের গোলাম মোস্তফা কোতোয়ালি থানায় চাঁদাবাজি মামলা করেন। এ মামলায় কাউন্সিলর জাহিদ হোসেন মিলনসহ সাতজনকে আসামি করা হয়। বাদীর অভিযোগ মোবারককাটি গ্রামে তার একটি পুকুর রয়েছে। অভিযুক্তরা সেই পুকুরে মাছ চাষে বাধা দেয় ও তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এরই মধ্যে তাকে ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকাও আদায় করা হয়। পরে ফের টাকা দাবি করে খুন জখমের হুমকি দেয়া হয়েছে।
এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই তাপস জানান, মামলার তদন্তে উঠে আসে এ চাঁদাবাজির ঘটনায় জড়িত ছিলো ভুট্টো। এ কারণে তাকে এ মামলায় আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর

🔝