gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
আগামীকাল যশোরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
প্রকাশ : বুধবার, ২০ মার্চ , ২০২৪, ০৯:২৫:০০ পিএম , আপডেট : বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৩:০১:২৯ পিএম
প্রেস বিজ্ঞপ্তি:
GK_2024-03-20_65fafff175878.jpg

আগামীকাল শুক্রবার সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত যশোরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পিজিসিবির (জাতীয় গ্রীড) চলমান পিজিএনএস (জিটুজি) প্রকল্পের আওতায় যশোর ১৩২/৩৩ কেভি এআইএস গ্রিড উপকেন্দ্রের উন্নয়নমূলক কাজের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-১ ওজোপাডিকো যশোর দপ্তরের আওতাধীন সকল এলাকায় সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হচ্ছে, পোস্ট অফিসপাড়া, মাইকপট্টি, কোর্ট মোড়, কালেক্টরেট ভবন, জজ কোর্ট, দড়াটানা, পৌরসভা, স্টেডিয়ামপাড়া, সার্কিট হাউজপাড়া, আশ্রম রোড, রেলরোড, ষষ্টিতলা, বেনাপোল রোড, মুজিব সড়ক, চাঁচড়া, সুজলপুর, বেজপাড়া, আরএন রোড, চৌরাস্তা, গাড়িখানা রোড, এমকে রোড, ভোলাট্যাংক রোড, পিটিআই রোড, শংকরপুর, টিটিসি, নীলগঞ্জ, বকচর, রাজারহাট, মুড়লি, হুশতলা, রামনগর. কাজীপুর, আইটি পার্ক, খড়কি, ধর্মতলা, মিশনপাড়া, চোপদারপাড়া, তালতলা, বনানী রোড, হুশতলা, রেলগেট ও রায়পাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন।

আরও খবর

🔝