gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
বেনাপোলে ৩ কেজি সোনা উদ্ধার মামলার চার্জশিট
প্রকাশ : সোমবার, ১৮ মার্চ , ২০২৪, ০৯:৪১:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-03-18_65f86c7558107.jpg

যশোরের বেনাপোলে প্রায় ৩ কেজি সোনারবারসহ মিকাইল হোসেন পিন্টু (৩২) নামে এক পাচারকারী আটক মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান সোমবার আদালতে এ চার্জশিট দাখিল করেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৭ মে রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির হাবিলদার শাহানুর রহমান গোপন সূত্রে জানতে পারেন, কতিপয় চোরাচালানী বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার করবে। এ তথ্য অনুযায়ী তার নেতৃত্বে মহেশপুর ও যশোর বিজিবির দুটি দল বেনাপোলের খলশীর মাঠে টহল দিতে থাকে। রাত ১১টার দিকে বিজিবি সদস্যরা খলশীর মাঠ দিয়ে সীমান্তের দিকে এক ব্যক্তিকে যেতে দেখে তাদের সন্দেহ হয়। এসময় তারা মিকাইল হোসেন পিন্টু নামে ওই ব্যক্তিকে আটক করেন। আটকের পর তার শরীরে তল্লাশী চালিয়ে কোমরে থাকা কসটেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো স্বর্ণের ১৭টি বার উদ্ধার করা হয়। যার ওজন ২ কেজি ৮৩৫ গ্রাম। মিকাইল হোসেন দক্ষিণ বারপোতা গ্রামের আবু সাঈদের ছেলে।
এ ঘটনায় বিজিবি হাবিলদার শাহানুর রহমান বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। ওই মামলার তদন্ত শেষে মিকাইল হোসেন পিন্টুকে অভিযুক্ত করে এদিন আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

 

আরও খবর

🔝