gramerkagoj
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১
gramerkagoj
হুতি বিদ্রোহীদের ১৮ স্থাপনায় যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ হামলা
প্রকাশ : রবিবার, ২৫ ফেব্রুয়ারি , ২০২৪, ০১:০২:০০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
GK_2024-02-25_65dad8f4bf243.jpg

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর আবার যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। পেন্টাগন বলেছে, হুতি বিদ্রোহীদের ১৮টি স্থাপনায় যৌথ বিমান হামলা চালানো হয়েছে। এ নিয়ে চতুর্থবার যৌথ হামলা চালাল দুই মিত্র।
যুক্তরাষ্ট্র বলেছে, সংরক্ষণাগার সুবিধা, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও একটি হেলিকপ্টার লক্ষ্য করে শনিবার হামলা চালানো হয়। হুতিদের সক্ষমতা আরও কমাতে মিত্ররা কাজ করছে।
গুরুত্বপূর্ণ লোহিত সাগর রুটে জাহাজ চলাচলে হামলা অব্যাহত রেখেছে ইরান-সমর্থিত হুতিরা।
বিদ্রোহী হুতিরা রাজধানী সানাসহ ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণ করে। গাজা যুদ্ধ ইস্যুতে ইসরায়েল ও পশ্চিমা সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি।
লোহিত সাগরে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত দেখা দেওয়ার পাশাপাশি খরচও বাড়ছে। কিছু কিছু জাহাজ পথ বদলে অন্য পথে যাচ্ছে।
এক যৌথ বিবৃতিতে শনিবার পেন্টাগন বলেছে, প্রয়োজনীয় এবং আনুপাতিক হারে বিশেষ করে ১৮টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। হামলার এসব লক্ষ্যবস্তু আটটি স্থানে অবস্থিত। এর মধ্যে রয়েছে, ভূগর্ভস্থ অস্ত্র সংরক্ষণাগার, ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও একটুই হেলিকপ্টার।

আরও খবর

🔝