gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj

❒ মিয়ানমার সীমান্তে অস্থিরতা

নিরাপত্তা ঝুঁকি থাকলেও আমরা প্রস্তুত : ওবায়দুল কাদের
প্রকাশ : সোমবার, ১৯ ফেব্রুয়ারি , ২০২৪, ০৩:৫২:০০ পিএম , আপডেট : শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০২:২৫:০২ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-02-19_65d30e2bf0fe8.jpg

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের সৃষ্ট সমস্যায় সীমান্তে নিরাপত্তার ঝুঁকি থাকতে পারে। এ ব্যাপারে আমরা প্রস্তুত আছি।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি রাজনীতিতে মিথ্যাচার অপরিহার্য। মিথ্যাচার তাদের চিরাচরিত ধারাবাহিকতা। তাদের সঙ্গে কর্মীরা নেই।
সেতুমন্ত্রী আরও বলেন, কিছু কিছু জিনিসের দাম বাড়ছে, কিছু কিছু জিনিসের দাম কমছে। কমে যাওয়ার প্রবণতা আছে।
এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, আনিসুল ইসলাম, সাবেক যুবলীগ নেতা হারুনুর রশিদ, সাবেক ছাত্রলীগ নেতা ইসহাক আলী খান পান্নাসহ অন্যান্যরা।

আরও খবর

🔝