gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ হবে মঙ্গলবার
প্রকাশ : সোমবার, ১৯ ফেব্রুয়ারি , ২০২৪, ০১:১৮:০০ পিএম , আপডেট : শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০২:২৫:০২ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-02-19_65d2f6674af1b.jpg

আসন্ন রমজান মাস উপলক্ষে নতুন করে ভোজ্যতেলের দাম নির্ধারণ করতে যাচ্ছে সরকার। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দেয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
এর আগে গত বছরের ৯ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম লিটারে ৫ টাকা কমিয়ে ১৬৯ টাকা করা হয়েছিল।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, রোববার দেশের বাজারে প্রতি লিটার বোতলজাত ভোজ্যতেল বিক্রি হয় ১৭০ থেকে ১৭৩ টাকায়। এক বছর আগে এই দাম ছিল ১৮০ থেকে ১৮৫ টাকা।
সাধারণত বাণিজ্য মন্ত্রণালয় অনুমতি দেওয়ার পরই ভোজ্যতেল প্রস্তুত ও বিতরণ কোম্পানিগুলো দাম বাড়ানো বা কমানোর ঘোষণা দেয়।
তবে গত মাসে কোনো ঘোষণা না দিয়েই ভোজ্যতেলের দাম বাড়িয়ে দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তখন প্রতি লিটারে চার টাকা বাড়ানো হয়।

আরও খবর

🔝