gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
চৌগাছায় হত্যা মামলার আসামিদের হুমকির মুখে বাদী ও স্বাক্ষী
প্রকাশ : রবিবার, ১৮ ফেব্রুয়ারি , ২০২৪, ০৯:৪৯:০০ পিএম , আপডেট : বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৩:০১:২৯ পিএম
স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর):
GK_2024-02-18_65d22763711d0.jpg

যশোরের চৌগাছার আলোচিত ইউপি সদস্য ঠান্ডু হত্যা মামলার আসামি কর্তৃক মামলার স্বাক্ষী শারীরিকভাবে লাঞ্চিত হয়েছেন বলে আভিযোগ পাওয়া গেছে। শুধু তাই না, আসামিরা মামলার বাদী ও স্বাক্ষীদেরকে অব্যাহতভাবে হত্যার হুমকি দিচ্ছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি সন্ধ্যারাতে উপজেলার পাতিবিলা বাজারে নৃশংসভাবে খুন হন ইউপি সদস্য ঠান্ডু হোসেন। এ ঘটনায় নিহতের বড় ছেলে টিংকু পারভেজ চৌগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় একই গ্রামের টিটো, সেলিম রেজা, দেলোয়ার হোসেন, ফারুক হোসেন, মনির, আশরাফ হোসেন, লিটন হোসেনসহ ২১ জনকে। পুলিশ আসামিদের আটক করে জেল হাজতে প্রেরণ করে। তারা ৩/৪ মাস জেলে থাকার পর জামিনে মুক্তি পেয়ে আরও বেপরোয়া হয়ে উঠেছেন। মামলা তুলে নিতে নিয়মিত বাদীসহ স্বাক্ষীদেরকে হত্যার হুমিক দিচ্ছেন।
রোববার সকালে মামালার এক নম্বর আসামি বহুল আলোচিত টিটো এই মামলার স্বাক্ষী মোমিনুর রহমানকে পাতিবিলা বাজারে প্রকাশ্যে চড় তাপ্পড় মারেন এবং আদালতে না যেতে হুমকি দেন। শুধু তাই না, বলেন, ‘একটি খুন করেছি কিছুই হয়নি। প্রয়োজনে আরও খুন করা হবে।’

আরও খবর

🔝