gramerkagoj
শনিবার ● ২০ এপ্রিল ২০২৪ ৭ বৈশাখ ১৪৩১
gramerkagoj
অভয়নগরে পরিক্ষার্থীকে মারধর শুয়ে শুয়ে এসএসসি পরীক্ষা দিলেন আহত ফাতেমা
প্রকাশ : রবিবার, ১৮ ফেব্রুয়ারি , ২০২৪, ০৯:৪৬:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ১৬ এপ্রিল , ২০২৪, ০৪:৫২:৪২ পিএম
অভয়নগর (যশোর) প্রতিনিধি:
GK_2024-02-18_65d226941fac7.jpg

যশোরের অভয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফাতেমা খাতুন (১৬) নামে একজন এসএসসি পরিক্ষার্থীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। সে উপজেলার মোয়াল্লেমতলা গ্রামের পূর্বপাড়া এলাকার ভ্যানচালক মফিজ উদ্দিন শেখের মেয়ে। ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকেলে
এ ঘটনায় ভুক্তভোগীর পিতা পাঁচজনের নাম উল্লেখ করে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন একই এলাকার শতীষ শীলের ছেলে বিষ্ণু শীল (৬০) ও তার স্ত্রী শেফালী (৫৫), বিষ্ণুশীলের ছেলে জন শীল (৩০), উজ্জল (৩৫) ও তার স্ত্রী তিথিকা রানী (২৬)
অভিযোগে জানা যায়, শনিবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজঘাট গালর্স স্কুলের শিক্ষার্থী ও এবারের এসএসসি পরিক্ষার্থী ফাতেমা খাতুনকে ধরে নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এসময় ফাতেমা গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রোববার সকালে নওয়াপাড়া মডেল স্কুলের কেন্দ্রে বাবার ভ্যানে শুয়ে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা দিতে আসে ফাতেমা। স্কুলের পক্ষ থেকে আলাদা একটি কক্ষে তাকে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দেয়ার ব্যাবস্থা করা হয়।
সহকারী কেন্দ্র সচিব কাজী নজরুল ইসলাম গ্রামের কাগজকে বলেন, ‘অসুস্থ মেয়েটিকে মানসিক সাপোর্ট দেয়ার পাশাপাশি তাকে সুন্দরভাবে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করে দিয়েছি।’
এদিকে, এ ঘটনায় ফাতেমার সহপাঠীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। ফাতেমার বাবা বলেন, ‘আমার মেয়েকে যারা অন্যায়ভাবে মারধর করে আহত করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ অভিযুক্ত উজ্জ্বল শীলের ফোন নাম্বারে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম গ্রামের কাগজকে বলেন, ‘অভিযোগ পাওয়ার সাথে সাথে ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

আরও খবর

🔝