gramerkagoj
শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
লক্ষ্য দেশ ও জনগণের সেবা করা : সালমা ইসলাম
প্রকাশ : রবিবার, ১৮ ফেব্রুয়ারি , ২০২৪, ০২:৫৯:০০ পিএম , আপডেট : বৃহস্পতিবার, ২৮ মার্চ , ২০২৪, ০২:৪৬:৩২ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-02-18_65d1b84373127.jpg

সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির মনোনয়ন পাওয়া সালমা ইসলাম বলেছেন, আমার একমাত্র লক্ষ্য দেশ ও জনগণের সেবা করা। আমি যদি এই দায়িত্ব সঠিকভাবে পালন না করতে পারি তাহলে রাজনীতি করা সার্থকতা আসবে না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি জনগণের পাশে থাকতে চাই। জনগণের কথা তুলে ধরতে চাই।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁও নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা শেষে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালমা ইসলাম বলেন, সম্মানের সঙ্গে লড়াই করাটা খুব আনন্দের। আজকে যদি নির্বাচিত হতে পারতাম, আমার মনটা অনেক বড় হতো। আমি তো লড়াই করেছি, সেটাকে আমি ধরে নেব যে আমি জয়ী হয়েছি।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কেন অলংকার হবো? জাতীয় পার্টি সংসদে বিরোধী দল। আমরা সবসময় সমালোচনাটাই করবো। আমাদের জনগণের পাশে থাকতে হবে। আমরা ভালোকে অবশ্যই ভালো বলবো। যেটা ভালো না সেটি তুলে ধরবো।

আরও খবর

🔝