gramerkagoj
বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪ ৫ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যশোরে তিনটি নিষিদ্ধ মাগুরের হ্যাচারিতে অভিযান
প্রকাশ : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি , ২০২৪, ১০:০৬:০০ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-02-16_65cf88760b711.jpg

আফ্রিকান মাগুর মাছ চাষের অভিযোগে যশোরের তিনটি হ্যাচারিতে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন র‌্যাব-৬ পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ওই হ্যাচারিগুলো থেকে ২০ লাখ ডিম ও রেনু পোনা ধ্বংস করা হয়েছে।
র‌্যাব জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত যশোর সদর উপজেলার কাজীপুর গ্রামের তিনটি হ্যাচারিতে অভিযান চালানো হয়। এই হ্যাচারিগুলোর মালিক ওই গ্রামের নূর ইসলাম, তার মেয়ে খুকু মনি এবং রওশন আলী। তারা নিষিদ্ধ অফ্রিকান প্রজাতির মাগুর মাছের পোনা উৎপাদন ও বাজারবাত করে থাকেন।
র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি ফয়সাল তানভির ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খানের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত ওই জরিমানা করেন।

আরও খবর

🔝