gramerkagoj
মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪ ৩ বৈশাখ ১৪৩১
gramerkagoj
যশোরে জেলি পুশ করা চিংড়ি জব্দ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি , ২০২৪, ০৮:৫৩:০০ পিএম , আপডেট : সোমবার, ১৫ এপ্রিল , ২০২৪, ১২:৫৯:৩২ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-02-15_65ce25a9b8e59.jpg

যশোরে জেলি পুশ করা ৬০০ কেজি চিংড়ি জব্দ করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাতে মণিহার এলাকায় চাঁপাই ট্র্যাভেলস ও চাঁপাই এক্সপ্রেস নামের দু’টি পরিবহনে অভিযান চালিয়ে জেলি পুশ করা এ চিংড়ি জব্দ করা হয়। পরে তা ধ্বংস করা হয়েছে।
র‌্যাব জানায়, বুধবার রাত দুটোয় তারা জানতে পারে, ক্ষতিকর জেলি পুশ করা চিংড়ি নিয়ে একটি চক্র যশোরের দিকে আসছে। ওইসময় র‌্যাব-৬ যশোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি ফয়সাল তানভীর ও যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষের সমন্বয়ে একটি টিম মণিহার এলাকায় গিয়ে ওই দু’টি বাসে তল্লাশি চালায়। ওইটিম বাস থেকে ককশিট ভর্তি ৬০০ কেজি চিংড়ি জব্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাসের মালিক ওয়ালিদকে ২০ হাজার টাকা ও চাঁপাই এক্সপ্রেস বাসের মালিক মোরছেদকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও খবর

🔝