gramerkagoj
বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০২৪ ১২ বৈশাখ ১৪৩১
gramerkagoj
সংসদে ফের ভবদহের স্থায়ী সমাধানের দাবি জানালেন এমপি ইয়াকুব আলী
প্রকাশ : বুধবার, ১৪ ফেব্রুয়ারি , ২০২৪, ০৯:২৮:০০ পিএম , আপডেট : বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৩:০১:২৯ পিএম
তাজাম্মূল হুসাইন, মণিরামপুর পৌর:
GK_2024-02-14_65ccdca1b944a.jpg

যশোরের দুঃখ হিসেবে পরিচিত ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের ফের দাবি জানিয়েছেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী। মঙ্গলবার রাতে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের উপর ভবদহ অঞ্চলের লাখ লাখ মানুষের দুর্ভোগের চিত্র তুলে ধরে এ থেকে উত্তরণের স্থায়ী সমাধানের ব্যবস্থা করা যায় কিনা তা উপস্থাপন করেন এমপি এসএম ইয়াককুব আলী।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে চতুর্থবারের মতো এমপি এসএম ইয়াকুব আলী বক্তৃতায় সংশ্লিষ্ট মন্ত্রীকে অবগতি করে বলেন, ‘গত দুই বছর অস্বাভাবিক বৃষ্টিপাত না হওয়ায় ভবদহে ফসল হচ্ছে। তবে যে কোনো সময় অস্বাভাবিক বৃষ্টিপাত হলে ভবদহের চিত্র আবার পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার শঙ্কা রয়েছে। তাই স্থায়ী সমাধানের জোর দাবি জানাচ্ছি।’
এছাড়া সড়ক ও যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, ‘মণিরামপুর বাজারের রাস্তা সম্প্রসারণ, বড় ড্রেনের ব্যবস্থা করা জরুরি প্রয়োজন। বাইপাস সড়কেরও প্রয়োজন, তবে অনেক ধানী জমি অধিগ্রহণ করতে হবে এবং সেখানে বড় বাজেটের প্রয়োজন। সেক্ষেত্রে বাইপাস সড়কটি সময় নিয়ে বর্তমানে মণিরামপুর বাজারের রাস্তাটি প্রশস্ত করার দাবি জানাচ্ছি।’

আরও খবর

🔝