gramerkagoj
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০২৪ ১৪ চৈত্র ১৪৩০
gramerkagoj
তামিমের ছক্কার সেঞ্চুরি
প্রকাশ : বুধবার, ১৪ ফেব্রুয়ারি , ২০২৪, ০৮:৪১:০০ পিএম , আপডেট : বুধবার, ২৭ মার্চ , ২০২৪, ০২:১২:১২ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-02-14_65ccd142c750c.jpg

তামিম ইকবালের ব্যাটে চার-ছক্কার বন্যা দেখা যায়নি দীর্ঘদিন। এবার সেই অভাব পূরণ করে দিয়েছেন দেশসেরা এই ওপেনার। তান্ডব চালিয়ে তুলে নিলেন ফিফটি। সেই সঙ্গে বিপিএলে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ছক্কার সেঞ্চুরিও পূর্ণ করেছে এ ব্যাটার।
বুধবার চট্টগ্রামে দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার মুখোমুখি হয় ফরচুন বরিশাল। আগে ব্যাট করতে নামা বরিশালকে দারুণ শুরনু এনে দেন ওপেনার তামিম। খেলেন ৪৫ বলে দলীয় সর্বোচ্চ ৭১ রানের ইনিংস। যা ছিল সাতটি চার ও চারটি ছক্কায় সাজানো। তাতেই বিপিএলে ছক্কার সেঞ্চুরি হয়ে যায় তার।
প্রথম ছয় মেরেই ছক্কার সেঞ্চুরি স্পর্শ করেন তামিম। ৯৭ ইনিংসে তার মোট ছক্কা এখন ১০৩টি। তার আগে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ছক্কার সেঞ্চুরি করার কীর্তি গড়েছিলেন ক্রিস গেইল। ক্যারিবীয় 'ব্যাটিং দানব' ৫২ ইনিংসে ১৩৭টি ছক্কা হাঁকিয়েছিলেন।
বিপিএলে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকায় তামিমের পরে আছেন মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস। দু’জনেরই ছক্কার সংখ্যা ৯৭টি। এছাড়া নব্বইয়ের বেশি ছক্কা আছে মাহমুদউল্লাহ রিয়াদেরও। ১০৭ ইনিংসে তিনি ৯৪টি ছক্কা হাঁকিয়েছেন।

আরও খবর

🔝